অভিনেতা সোহেল রানার নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৮:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • ৭২৬ বার পড়া হয়েছে

প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা) বাংলাদেশ ইনসাফ পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে তিনি এ দলের নাম ঘোষণা করেন। তিনি জানান, ইংরেজিতে দলটির নাম ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’। শান্তির প্রতীক কবুতরকে এ দলের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে।

এদিন নায়ক সোহেল রানার সভাপতিত্বে সভায় আরও জানানো হয়, নতুন এ দলের ৫১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হবে খুব শিগগিরই। এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটির।

শিক্ষাজীবনে দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা সোহেল রানা। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেতা সোহেল রানার নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ ইনসাফ পার্টি’

আপডেট সময় : ০৮:০৮:২০ পূর্বাহ্ণ, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

প্রখ্যাত অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ (সোহেল রানা) বাংলাদেশ ইনসাফ পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে তিনি এ দলের নাম ঘোষণা করেন। তিনি জানান, ইংরেজিতে দলটির নাম ‘বাংলাদেশ জাস্টিস পার্টি’। শান্তির প্রতীক কবুতরকে এ দলের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে।

এদিন নায়ক সোহেল রানার সভাপতিত্বে সভায় আরও জানানো হয়, নতুন এ দলের ৫১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হবে খুব শিগগিরই। এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ৫১ সদস্যের নাম প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলটির।

শিক্ষাজীবনে দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা সোহেল রানা। ২০০৯ সালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যপদ গ্রহণ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।