শুক্রবার | ১২ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া Logo জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা Logo জাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহন Logo পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ Logo সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ Logo কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা Logo চাঁদপুর ভূঁইয়ার ঘাট ডিঙ্গি মাঝি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি গঠন Logo টেকনাফে বিজিবির অভিযানে সাগর পথে মানব পাচারকালে দুই দালালসহ ৭ জন ভিকটিম উদ্ধার Logo দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে: তারেক রহমান Logo রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার কোনো অধিকার নেই কিয়েভের : জেলেনস্কি

মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাসায় ১৪ বস্তা ত্রাণসামগ্রী

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
  • ৭৬০ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় অভিযান চালিয়ে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নেত্রীর স্বামী মজিবুর রহমানকে আটক করা হয়।

সোমবার (২৯ জুলাই) রাতে কাপাসিয়া গ্রামে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার কালীগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে অসহায় ও গরিব ৫০০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনা খাবার বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই ত্রাণসামগ্রীর একটি অংশ কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভিন বিতরণ না করে কাপাসিয়ায় তার স্বামীর বাড়িতে মজুত করে রাখেন।

খবর পেয়ে সোমবার রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম লুৎফুর রহমান পুলিশ নিয়ে কাপাসিয়ার ভূঁইয়া মার্কেটের চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করেন। এসময় মাহফুজা পারভিনের স্বামী হোটেল নূরজাহানের মালিক মজিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাহফুজা পারভিন সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাপাসিয়া ইউএনও লুৎফুর রহমান বলেন, কালীগঞ্জের ইউএনও তাকে জানিয়েছেন, উদ্ধার করা ত্রাণসামগ্রী কালীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি মেহের আফরোজ চুমকি একজন নেত্রীকে দিয়েছেন তার এলাকায় দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য। পরে মুচলেকা নিয়ে মঙ্গলবার দুপুরে আটক মজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু বলেন, ত্রাণগুলো কালীগঞ্জের জাঙ্গালিয়ায় নিয়ে বিতরণ করার কথা ছিল। তিনি সেখানে না নিয়ে কাপাসিয়া এলাকায় রেখেছিলেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ইউএনওর নির্দেশে ত্রাণসহ মজিবুর রহমানকে উপজেলা পরিষদের পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া

মহিলা আওয়ামী লীগ নেত্রীর বাসায় ১৪ বস্তা ত্রাণসামগ্রী

আপডেট সময় : ০৮:৪২:০১ অপরাহ্ণ, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীর বাসায় অভিযান চালিয়ে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নেত্রীর স্বামী মজিবুর রহমানকে আটক করা হয়।

সোমবার (২৯ জুলাই) রাতে কাপাসিয়া গ্রামে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে মুচলেকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার কালীগঞ্জ উপজেলার পরিষদ চত্বরে অসহায় ও গরিব ৫০০ পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় শুকনা খাবার বিতরণ করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। ওই ত্রাণসামগ্রীর একটি অংশ কালীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা পারভিন বিতরণ না করে কাপাসিয়ায় তার স্বামীর বাড়িতে মজুত করে রাখেন।

খবর পেয়ে সোমবার রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম লুৎফুর রহমান পুলিশ নিয়ে কাপাসিয়ার ভূঁইয়া মার্কেটের চারতলা একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৪ বস্তা ত্রাণসামগ্রী উদ্ধার করেন। এসময় মাহফুজা পারভিনের স্বামী হোটেল নূরজাহানের মালিক মজিবুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মাহফুজা পারভিন সংরক্ষিত সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির চাচাতো বোন বলে স্থানীয়রা জানিয়েছেন।

কাপাসিয়া ইউএনও লুৎফুর রহমান বলেন, কালীগঞ্জের ইউএনও তাকে জানিয়েছেন, উদ্ধার করা ত্রাণসামগ্রী কালীগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের এমপি মেহের আফরোজ চুমকি একজন নেত্রীকে দিয়েছেন তার এলাকায় দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য। পরে মুচলেকা নিয়ে মঙ্গলবার দুপুরে আটক মজিবুর রহমানকে ছেড়ে দেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজী টুলু বলেন, ত্রাণগুলো কালীগঞ্জের জাঙ্গালিয়ায় নিয়ে বিতরণ করার কথা ছিল। তিনি সেখানে না নিয়ে কাপাসিয়া এলাকায় রেখেছিলেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, ইউএনওর নির্দেশে ত্রাণসহ মজিবুর রহমানকে উপজেলা পরিষদের পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি।