শিরোনাম :
Logo চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে! Logo রোহিঙ্গা সংকট ও স্কুল ফিডিং কর্মসূচি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে ডব্লিউএফপি প্রধানের বৈঠক Logo খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ! Logo সামনের দিনে অনেক বিপদ আসবে: মির্জা ফখরুল Logo মিরপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ জনের প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক প্রকাশ : তারেক রহমান Logo মিরপুরের রূপনগর এলাকার শিয়ালবাড়িতে কেমিক্যাল গোডাউনে আগুন: নিহত বেড়ে ১৬ Logo সিভাসু অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কচুয়ার সন্তান মোহাম্মদ  গোলাম মাওলা শাহীন Logo জাতীয় রাজনীতিতে তারুণ্যের এক উজ্জল নক্ষত্র কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব Logo চাঁদপুরে মায়ের মামলায় নয় মাসের অন্তঃসত্ত্বা তানহা ও তার স্বামী আটক Logo মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত “ন্যায্য মূল্যে সহস্রাধিক ক্রেতার পণ্য ক্রয়

যে জিকিরে আল্লাহ’র রহমতের দুয়ার খুলে যায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৭৫৮ বার পড়া হয়েছে

জিকির এমন একটি ইবাদাত যা মানুষের কলবকে পরিস্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এসব ফজিলতপূর্ণ জিকির করলে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে মর্যাদা ও উপকারিতা দান করে।

যে যতবেশি জিকির করবে তার উপকারিতা ও মর্যাদা ততবেশি হবে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। কী সেই জিকির ও জিকিরের মর্যাদা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি বলবে –

لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির। ’

অর্থ : আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। সব রাজত্ব তাঁর, সব প্রশংসা তাঁর। তিনি সব কিছুর ওপর শক্তিমান। ’

ফজিলত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন –  যে এই তাওহিদের কালেমা ১০০ বার পড়বে , আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে। আর তা হলো…

# ১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
# ১০০টি নেকি লাভ করবে।
# ১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
# সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
# আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- এ দোয়া (তাওহিদের জিকির) সবচেয়ে উত্তম। ’ (বুখারি ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে- ‘কোনো লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে ‘হ্যাঁ’, ওই ব্যক্তি ব্যতিত যে এ জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। ’ (বুখারি)

১. যে ব্যক্তি এ জিকিরটি ১০ বার করবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব পাবে। ’ (নাসাঈ)
২. যে ব্যক্তি এই জিকিরটি ১ বার করবে, সে একজন বা দুজন ক্রীতদাস আজাদ করে দেয়ার সাওয়াব পাবে। ’ (মাজমাউয যাওয়াইদ)
৩. যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তাআলা সব আসমান ছেদ করে তার দিকে (রহমতের) দৃষ্টিতে তাকাবেন। ’ (নাসাঈ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এ জিকিরটি পড়ে ঘোষিত ফজিলত ও উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর জেলা কারাগারে হাসনাত আকলিমার আনুষ্ঠানিক বিয়ে!

যে জিকিরে আল্লাহ’র রহমতের দুয়ার খুলে যায়

আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

জিকির এমন একটি ইবাদাত যা মানুষের কলবকে পরিস্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এসব ফজিলতপূর্ণ জিকির করলে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে মর্যাদা ও উপকারিতা দান করে।

যে যতবেশি জিকির করবে তার উপকারিতা ও মর্যাদা ততবেশি হবে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। কী সেই জিকির ও জিকিরের মর্যাদা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি বলবে –

لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির। ’

অর্থ : আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। সব রাজত্ব তাঁর, সব প্রশংসা তাঁর। তিনি সব কিছুর ওপর শক্তিমান। ’

ফজিলত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন –  যে এই তাওহিদের কালেমা ১০০ বার পড়বে , আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে। আর তা হলো…

# ১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
# ১০০টি নেকি লাভ করবে।
# ১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
# সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
# আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- এ দোয়া (তাওহিদের জিকির) সবচেয়ে উত্তম। ’ (বুখারি ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে- ‘কোনো লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে ‘হ্যাঁ’, ওই ব্যক্তি ব্যতিত যে এ জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। ’ (বুখারি)

১. যে ব্যক্তি এ জিকিরটি ১০ বার করবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব পাবে। ’ (নাসাঈ)
২. যে ব্যক্তি এই জিকিরটি ১ বার করবে, সে একজন বা দুজন ক্রীতদাস আজাদ করে দেয়ার সাওয়াব পাবে। ’ (মাজমাউয যাওয়াইদ)
৩. যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তাআলা সব আসমান ছেদ করে তার দিকে (রহমতের) দৃষ্টিতে তাকাবেন। ’ (নাসাঈ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এ জিকিরটি পড়ে ঘোষিত ফজিলত ও উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।