শনিবার | ১৩ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা Logo হাদীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নোবিপ্রবিতে বিক্ষোভ Logo মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ জন পাচারকারী আটক Logo কচুয়ায় র‍্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক Logo চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের পিতার মৃত্যুতে দোয়া Logo জাতীয় ছাত্রশক্তি জাবি শাখার নতুন কমিটি ঘোষণা Logo জাবিতে ইলিয়াস ও পিনাকীর কুশপুত্তলিকা দাহন Logo পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ Logo সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মদ ও ঔষধসহ আড়াই লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ Logo কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

যে জিকিরে আল্লাহ’র রহমতের দুয়ার খুলে যায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

জিকির এমন একটি ইবাদাত যা মানুষের কলবকে পরিস্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এসব ফজিলতপূর্ণ জিকির করলে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে মর্যাদা ও উপকারিতা দান করে।

যে যতবেশি জিকির করবে তার উপকারিতা ও মর্যাদা ততবেশি হবে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। কী সেই জিকির ও জিকিরের মর্যাদা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি বলবে –

لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির। ’

অর্থ : আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। সব রাজত্ব তাঁর, সব প্রশংসা তাঁর। তিনি সব কিছুর ওপর শক্তিমান। ’

ফজিলত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন –  যে এই তাওহিদের কালেমা ১০০ বার পড়বে , আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে। আর তা হলো…

# ১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
# ১০০টি নেকি লাভ করবে।
# ১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
# সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
# আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- এ দোয়া (তাওহিদের জিকির) সবচেয়ে উত্তম। ’ (বুখারি ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে- ‘কোনো লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে ‘হ্যাঁ’, ওই ব্যক্তি ব্যতিত যে এ জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। ’ (বুখারি)

১. যে ব্যক্তি এ জিকিরটি ১০ বার করবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব পাবে। ’ (নাসাঈ)
২. যে ব্যক্তি এই জিকিরটি ১ বার করবে, সে একজন বা দুজন ক্রীতদাস আজাদ করে দেয়ার সাওয়াব পাবে। ’ (মাজমাউয যাওয়াইদ)
৩. যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তাআলা সব আসমান ছেদ করে তার দিকে (রহমতের) দৃষ্টিতে তাকাবেন। ’ (নাসাঈ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এ জিকিরটি পড়ে ঘোষিত ফজিলত ও উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব দক্ষিণ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা

যে জিকিরে আল্লাহ’র রহমতের দুয়ার খুলে যায়

আপডেট সময় : ০৯:২১:৩২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

জিকির এমন একটি ইবাদাত যা মানুষের কলবকে পরিস্কার করে। আল্লাহর নৈকট্য লাভের পথকে প্রসারিত করে। জিকিরের মধ্যে এমন কিছু জিকির আছে যা অত্যন্ত ফজিলতপূর্ণ। আর এসব ফজিলতপূর্ণ জিকির করলে আল্লাহ তায়ালা ইহকালে ও পরকালে মর্যাদা ও উপকারিতা দান করে।

যে যতবেশি জিকির করবে তার উপকারিতা ও মর্যাদা ততবেশি হবে। হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত। কী সেই জিকির ও জিকিরের মর্যাদা?

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যাক্তি বলবে –

لَاۤ اِلٰهَ إِلَّااللّٰهُ، وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهْوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

উচ্চারণ : ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন কাদির। ’

অর্থ : আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি একক, তাঁর কোন শরিক নেই। সব রাজত্ব তাঁর, সব প্রশংসা তাঁর। তিনি সব কিছুর ওপর শক্তিমান। ’

ফজিলত:
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন –  যে এই তাওহিদের কালেমা ১০০ বার পড়বে , আল্লাহ তায়ালা বেশ কিছু মর্যাদা দান করবে। আর তা হলো…

# ১০ জন গোলামকে মুক্তি দেয়ার সমান নেকি লাভ করবে।
# ১০০টি নেকি লাভ করবে।
# ১০০ টি গোনাহ থেকে ক্ষমা পাবে।
# সে ওই দিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে।
# আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন- এ দোয়া (তাওহিদের জিকির) সবচেয়ে উত্তম। ’ (বুখারি ও মুসলিম) অন্য বর্ণনায় এসেছে- ‘কোনো লোক তার চেয়ে উত্তম সাওয়াবের কাজ করতে পারবে না। তবে ‘হ্যাঁ’, ওই ব্যক্তি ব্যতিত যে এ জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণে করবে। ’ (বুখারি)

১. যে ব্যক্তি এ জিকিরটি ১০ বার করবে, সে চারজন ইসমাঈল বংশীয় ক্রীতদাসকে মুক্ত করার সমান সাওয়াব পাবে। ’ (নাসাঈ)
২. যে ব্যক্তি এই জিকিরটি ১ বার করবে, সে একজন বা দুজন ক্রীতদাস আজাদ করে দেয়ার সাওয়াব পাবে। ’ (মাজমাউয যাওয়াইদ)
৩. যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহ তাআলা সব আসমান ছেদ করে তার দিকে (রহমতের) দৃষ্টিতে তাকাবেন। ’ (নাসাঈ)

আল্লাহ তাআলা মুমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এ জিকিরটি পড়ে ঘোষিত ফজিলত ও উপকারিতা লাভের তাওফিক দান করুন। আমিন।