স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী শাওন নিহতের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ঝিনাইদহে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০২ সেপ্টেম্বর) বাদ জুমা ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে ঝিনাইদহ জেলা বিএনপি। জানাজার নামাজে ঝিনাইদহ জেলা বিএনপির সাধার সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপি নেতা আব্দুল মালেক, মুন্সি কামাল আজাদ পাননু, আনোয়ারুল ইসলাম বাদশা, আলমগীর হোসেন, সাজেদুর রহমান পাপপু ও শাহজাহান আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সংঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জানাজার নামাজ শেষে জেলা বিএনপির বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের করতে গেলে পুলিশ হামলা ও গুলিবর্ষণ করে। এ ঘটনা শাওন নামে এক যুবদল কর্মী মারা যান।