চুয়াডাঙ্গায় আ.লী‌গের প্রার্থী জাহাঙ্গীর আলম মেয়র নির্বাচিত

0
48

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি : ২৮/১২/২০ইং:

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারেক আহমেদ সোমবার রাত সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকন নৌকা প্রতীকে ২২ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মজিবুল হক মজু মোবাইল প্রতীকে পেয়েছেন সাত হাজার ৬৫৭ ভোট।

চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার তারেক আহমেদ সোমবার রাত ৯ টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

এ ছাড়া সংরক্ষিত (১, ২, ৩) ওয়ার্ডে শাহিনা আক্তার (চশমা), (৪,৫,৬) ওয়ার্ডে সুলতানা আঞ্জু (আনারস) ও (৭,৮,৯) ওয়ার্ডে শেফালী খাতুন (চশমা) নির্বাচিত হয়েছেন।

সাধারণ কাউন্সিলর ২নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ জোয়ার্দ্দার (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে মহলদার ইমরান (পানির বোতল), ৪ নম্বর ওয়ার্ডে মাফিজুর রহমান (টেবিল ল্যাম্প), ৫ নম্বর ওয়ার্ডে মুন্সী আলাউদ্দিন আহম্মেদ (ব্রিজ), ৬ নম্বর ওয়ার্ডে ফরজ আলী শেখ (পাঞ্জাবি), ৭ নম্বর ওয়ার্ডে উজ্জ্বল হোসেন (পাঞ্জাবি), ৮ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম (গাঁজর) ও ৯ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান চাঁদ (টেবিল ল্যাম্প)।

তবে গেল বুধবার সকালে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওই ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মোট ভোটার ছিল ৬৭ হাজার ৮০৮ জন। ভোট পোল হ‌য়ে‌ছে ৩৩টি ভোট কেন্দ্রে ৬১ দশমিক ৫৩ শতাংশ ভোট। অর্থ্যাৎ ৪১ হাজার ৭২১ জন ভোটার দিয়েছে। বাতিল হয়েছে ৭৬টি ভোট।  #  #