স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। রোববার রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো-কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউরিয়া মন্ডলপাড়ার মৃত রমজান মন্ডলের ছেলে ইমরান হোসেন (৩০) ও লাহিনীপাড়ার আবু বক্কারের ছেলে রুবেল হোসেন (২৬)।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শেখপাড়া বাজার এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে নাতে ৩’শ ১০ পিচ ইয়াবাসহ ওই ২ জনকে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপায় থানায় মামলা হয়েছে।