চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী রেফার্ড করা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকু-ু উপজেলার হিংগারপাড়ার মৃত জবেদ আলী ম-লের ছেলে আবু বক্কর (৪৫), চুয়াডাঙ্গা ভালাইপুর মোড়ের মৃত নিয়াজ উদ্দিনের ছেলে সাজ্জাদ (৩৫) ও দামুড়হুদা উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত কাদের ম-লের ছেলে বুলবুল ৩৬)।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে নিজ বাড়ি থেকে আবু বক্কর বাই সাইকেলযোগে দশমাইল বাজারে আসছিলেন। বাজারের নিকট পৌঁছালে একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় আবু বক্কর অল্পের জন্য চাকায় পিষ্ট হওয়া থেকে প্রাণে রক্ষা পান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন।
অন্যদিকে, গতকাল সকাল ১০টার দিকে সাজ্জাদ চুয়াডাঙ্গা থেকে একটি আলমসাধু ভর্তি ইলিশ মাছ কার্পাসডাঙ্গায় নিয়ে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা ১ নম্বর পানির ট্যাংকের নিকট পৌঁছালে আলমসাধুর স্টিয়ারিং ভেঙে যায়। এতে চালক সাজ্জাদ গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী রেফার্ড করেন।
অপর দিকে, গতকাল বিকেলে চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি ক্যাম্পের নিকট গতিরোধক পার হতে গিয়ে আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে বুলবুল গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন বুলবুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।