রবিবার | ১১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সাবেক আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের বিএনপিতে যোগদান ঘিরে আশাশুনিতে সমালোচনা ও প্রশ্ন Logo পটিয়ায় মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo এমইএস কলেজ পরিদর্শনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বড় অগ্রগতি Logo সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল Logo উৎসবমুখর পরিবেশে ইবির আইসিটি বিভাগের রজতজয়ন্তী উদযাপন Logo কয়েক সপ্তাহের মধ্যে আগাম নির্বাচনের কথা ভাবছেন জাপানের প্রধানমন্ত্রী Logo ঢাকা-৯ আসনে প্রার্থিতা ফিরে পেলেন ডা. তাসনিম জারা Logo মার্কিন ভিসা বন্ডের প্রেক্ষাপটে ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার আহ্বান বাংলাদেশের Logo প্রাচীন জনপদ কাপাসিয়ার পুনর্জাগরণ ও পরিকল্পিত পর্যটন নগরীর স্বপ্ন

প্রধানমন্ত্রীর আশপাশে চোর-ডাকাত-লুটেরা বসে আছে

  • rahul raj
  • আপডেট সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৭৩৬ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বিএনপির অফিস উদ্বোধনকালে কেন্দ্রীয় সহসভাপতি নিতাই রায় চৌধুরী
নিউজ ডেস্ক:বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নিজেকে সৎ দাবি করলেও তাঁর আশপাশে চোর, ডাকাত ও লুটেরা বসে আছে। দেশবাসী আজ জেনে গেছে, সরকার ও আওয়ামী লীগের মধ্যে খাই খাই দশা। দুর্নীতি আর মহালুটপাট আড়াল করতেই নিজ দলের দুর্নীতিবাজদের তালিকা করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার ঘরে যে আগুন লেগেছে, এ আগুন আপনাকে খাবে। তাই জাতিকে রক্ষা করতে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করুন।’ নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।’ গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মসিউর রহমান বলেন, দল সংগঠিত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরেয়ে আনার পরিবেশ তৈরি করতে হবে, তা না হলে বিএনপি ধ্বংস হয়ে যাবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ আজ বিএনপিকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্র করছে। আমরা যুবদল ও ছাত্রদলকে সংগঠিত করে তাদের জবাব দেব।’ তিনি বলেন, নতুন এ অফিস বিএনপিকে আরও উজ্জীবিত করবে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সমালোচনা যেমন থাকবে, তেমনি থাকবে সহিষ্ণুতা। আমরা সব সময় সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখব।’ অমিত যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, ‘ঝিনাইদহ জেলা বিএনপিতে আরও ১০ জনকে জায়গা দেওয়া হবে। আপনারা চাপ ও ক্ষমতা উপেক্ষা করে সৎ ও নিষ্ঠাবানদের জায়গা দেবেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাবেক আ.লীগ নেতা ওয়াহিদুল ইসলামের বিএনপিতে যোগদান ঘিরে আশাশুনিতে সমালোচনা ও প্রশ্ন

প্রধানমন্ত্রীর আশপাশে চোর-ডাকাত-লুটেরা বসে আছে

আপডেট সময় : ১২:১৮:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯

ঝিনাইদহে বিএনপির অফিস উদ্বোধনকালে কেন্দ্রীয় সহসভাপতি নিতাই রায় চৌধুরী
নিউজ ডেস্ক:বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নিজেকে সৎ দাবি করলেও তাঁর আশপাশে চোর, ডাকাত ও লুটেরা বসে আছে। দেশবাসী আজ জেনে গেছে, সরকার ও আওয়ামী লীগের মধ্যে খাই খাই দশা। দুর্নীতি আর মহালুটপাট আড়াল করতেই নিজ দলের দুর্নীতিবাজদের তালিকা করা হচ্ছে। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার ঘরে যে আগুন লেগেছে, এ আগুন আপনাকে খাবে। তাই জাতিকে রক্ষা করতে আপনি নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করুন।’ নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার।’ গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির আহ্বায়ক এস এম মশিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মশিউর রহামান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, কেন্দ্রীয় নেতা মীর রবিউল ইসলাম লাভলু, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ প্রমুখ বক্তব্য দেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ মসিউর রহমান বলেন, দল সংগঠিত করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরেয়ে আনার পরিবেশ তৈরি করতে হবে, তা না হলে বিএনপি ধ্বংস হয়ে যাবে।
খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আওয়ামী লীগ আজ বিএনপিকে নেতৃত্বশূন্য করতে ষড়যন্ত্র করছে। আমরা যুবদল ও ছাত্রদলকে সংগঠিত করে তাদের জবাব দেব।’ তিনি বলেন, নতুন এ অফিস বিএনপিকে আরও উজ্জীবিত করবে।
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সমালোচনা যেমন থাকবে, তেমনি থাকবে সহিষ্ণুতা। আমরা সব সময় সমালোচনাকে ইতিবাচক হিসেবে দেখব।’ অমিত যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রীর মুক্তির আন্দোলন বেগবান করার আহ্বান জানিয়ে বলেন, ‘ঝিনাইদহ জেলা বিএনপিতে আরও ১০ জনকে জায়গা দেওয়া হবে। আপনারা চাপ ও ক্ষমতা উপেক্ষা করে সৎ ও নিষ্ঠাবানদের জায়গা দেবেন।’