ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ফ্যামিলি
ডে, সাংবাদিক সম্মাননা, সাংবাদিক পুরস্কার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি ২০২৬খ্রি.) সকালে প্রেস ক্লাব এর সামনের মাঠে সাংবাদিক সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ফ্যামিলি ডে শুরু হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের ৩ টি ও ছেলেদের ৩ টি, সাংবাদিকদের ১টি, সাংবাদিকদের স্ত্রীদের ১ টি ইভেন্ট এবং সভাপতি ও সাধারণ সম্পাদক দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ক্রিকেট ম্যাচে জয়লাভ করেন সাধারণ সম্পাদক একাদশ। মধ্যাহ্ন ভোজের পরে শুরু হয় দ্বিতীয় পর্ব সম্মাননা, পুরস্কার, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথির বক্তব্যে দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।
জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকতার একটি গৌরবময় ইতিহাস আছে। চাঁদপুরের অনেক সনামধন্য সাংবাদিক জাতীয় পর্যায়ে কাজ করেছেন। আপনাদের অনুষ্ঠানে রাজনৈতিকসহ বিভিন্ন পেশার লোকদের আমন্ত্রণ জানিয়েছেন। আশা করি সকলে মিলে কাজ করবেন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরা সঠিকভাবে কাজ করতে পারেনি। সাংবাদিকতা বলতে কিছুই ছিলো না। বাক স্বাধীনতা ছিলো না। টক শোতে কে কথা বলবে, তা গোয়েন্দা সংস্থা ঠিক করে দিত। ন্যক্কারজনক অবস্থায় আমাদের সাংবাদিকতা পৌঁছেছিলো।
তিনি আরো বলেন, গেল বছর ছাত্র-জনতা একটি বিপ্লবী আন্দোলনের মাধ্যমে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছে তা যেন ভুলণ্ডিত না হয়। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে দেশ ও বিদেশ ষড়যন্ত্র চলছে। এমন পরিস্থিতি গণমাধ্যম যদি সঠিক ভূমিকা পালন না করে তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকি হয়ে দাঁড়াবে। পাশাপশি দেশের আইন-শৃঙ্খলাও বিঘ্নিত হবে। কারণ সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে তাই বিশ্বা করে। এক্ষেত্রে গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরতে হবে।
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, চাঁদপুর-৩ আসনে জামায়াতে ইসলাম মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম।
শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী,
গিয়াস উদ্দিন মিলন, ড্যাফোডিল গ্রুপের যুগ্ম পরিচালক আনোয়ার হাবিব কাজল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম।
প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মাননা দেয়া হয় জ্যেষ্ঠ সাংবাদিক ও ইউএনবির জেলা প্রতিনিধি অধ্যাপক দেলোয়ার আহমেদ, প্রথম আলো জেলা প্রতিনিধি আলম পলাশ ও যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকিরকে।
সাংবাদিক পুরস্কার প্রদান করা হয় এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, ডিভিসির জেলা প্রতিনিধি মো. নজরুল ইসলাম আতিক ও দৈনিক চাঁদপুর কন্ঠের বিশেষ প্রতিনিধি কবির হোসেন মিজি। এছাড়াও সাংবাদিকদের মেধাবি সন্তানদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। সর্বশেষ ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণকারী ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


















































