নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রিপন (৩৫) নামের একজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আহত রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিপন দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর এলাকার মৃত মান্নানের ছেলে। জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া গ্রামের শেখপাড়ার মোজাম্মেল হক পঁচার ছেলে ফিল্টু (২৮) রিপনকে দা দিয়ে কুপিয়ে জখম করে। আহত রিপন জানায়, সে বেগমপুর থেকে ঈশ্বরচন্দ্রপুর আসার জন্য আকন্দবাড়ীয়া শেখপাড়ার আকছেদের দোকানের সামনে থেকে একটি ভ্যান ঠিক করে। কিন্তু সেই ভ্যানে ফিল্টু যেতে চায়। এই নিয়ে ফিল্টু ও রিপনের মধ্যে বাকবিত-ার সৃষ্টি হয়। বাকবিত-ার একপর্যায়ে ফিল্টু একটি দা দিয়ে রিপনকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন রিপনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
রবিবার
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ