নিউজ ডেস্ক:
অর্কেস্ট্রায় যোগদান করলে মরতে হবে। ঘর ছাড়তে হবে এমন হুমকি তাদের টলাতে পারেনি। বাধা কাটিয়ে দুনিয়ার সামনে নজির গড়েছে আফগান নারী অর্কেস্ট্রা।
গত শুক্রবার ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে প্রায় তিন হাজার সিইও’র সামনে তাদের অর্কেস্ট্রা প্রদর্শন ঘিরে কৌতুহল ছড়িয়েছে।
আফগান রক্ষণশীল সমাজে তাদের ঘর থেকে বেরোনোও নিষিদ্ধ। ঘরের বাইরে পা ফেলতে গেলে পুরুষ সদস্যদের সঙ্গে নিতে হয়। মেয়েদের স্কুলে যাওয়াতেও অনেক বাধা নিষেধ। আর সঙ্গীতের সঙ্গে যুক্ত হওয়া বিশাল বড় অন্যায়। কিন্তু সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে দিলেন আফগানিস্তানের মেয়েরা। একজোটে গড়লেন অর্কেস্ট্রা। দলের নাম হল ‘জহ্রা’।
উদ্যোক্তার নাম নেজিনা। ইউরোপে অনুষ্ঠান করে ফেরার সময়ই ২০ বছরে পা দেবেন নেজিনা। গুলি বা বোমার শব্দ দিয়ে দিন প্রায়ই শুরু হয় আফগান নারীদের।
কাবুলেই ‘জহ্রা’ অর্কেস্ট্রা দলটি মহড়া দেয়। বহু হুমকি ও বাধার মুখে পড়তে হয়েছে তাদের। নেজিনার আগে অর্কেস্ট্রা জগতে এর আগে কোনও আফগান নারী এগিয়ে আসেননি। ধর্মীয় শাসনের ঘেরাটোপে থাকে আফগানিস্তান। একসময় ছিল তালিবান শাসনে। তখন কেউ ভাবতেই পারতেন না যে নারীরা একদিন অর্কেস্ট্রায় অংশ নেবেন। তালিবান জমানা শেষ হয়েছে। নতুন করে ঘুরে দাঁড়াচ্ছেন আফগান নারীরা।