মিয়ানমারের আটক সাংবাদিকদের মুক্তির দাবি ইইউ’র !

  • আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
  • ৭৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত মিয়ানমারের দুই সাংবাদিককে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার তারা এ দাবি জানায়। গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
রয়টার্সে কর্মরত সাংবাদিক ওয়া লন (৩১) ও কিয়াও সোয়ে উকে (২৭) হঠাৎ করে গ্রেফতার করায় মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা হরণের ব্যাপারে এক ধরনের শংকা ছড়িয়ে পড়েছে।
এদিকে দেশটির অং সান সুকির বেসামরিক সরকার মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।
এ দুই সাংবাদিকের বিরুদ্ধে উপনিবেশ শাসনামলের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্পর্কিত তথ্য প্রকাশ করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এ অঞ্চলে রোহিঙ্গা মুসলমানের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর জন্যে সামরিক বাহিনীকে দায়ী করা হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মানববন্ধন

মিয়ানমারের আটক সাংবাদিকদের মুক্তির দাবি ইইউ’র !

আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত মিয়ানমারের দুই সাংবাদিককে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার তারা এ দাবি জানায়। গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
রয়টার্সে কর্মরত সাংবাদিক ওয়া লন (৩১) ও কিয়াও সোয়ে উকে (২৭) হঠাৎ করে গ্রেফতার করায় মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা হরণের ব্যাপারে এক ধরনের শংকা ছড়িয়ে পড়েছে।
এদিকে দেশটির অং সান সুকির বেসামরিক সরকার মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে।
এ দুই সাংবাদিকের বিরুদ্ধে উপনিবেশ শাসনামলের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্পর্কিত তথ্য প্রকাশ করার অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, এ অঞ্চলে রোহিঙ্গা মুসলমানের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর জন্যে সামরিক বাহিনীকে দায়ী করা হচ্ছে।