শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

বাবা–মাহওয়ার আনন্দ !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭
  • ৮০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

হাসপাতালের করিডরে দুরু দুরু বুকে অপেক্ষা বা প্রথমবারের মতো সন্তানের কচি হাতে নিজের আঙুল রাখা। নার্সের কোলে তোয়ালে প্যাঁচানো ছোট্ট এক জোড়া চোখের চাহনি দেখা—এসব আনন্দ আমরা ভাগাভাগি করতে চাই সবার সঙ্গে। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পিছিয়ে নেই তারকারাও। বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রথম অভিভাবক হওয়ার এসব অনুভূতি তুলে ধরা হলো।

সাকিব আল হাসানসাকিব আল হাসান

২০১৫ সালে প্রথম সন্তানের বাবা হন ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও সন্তানের আগমনের আগে সাকিব-শিশির দম্পতি তাঁদের কন্যাশিশু আগমনের কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। নিউইয়র্কে সন্তান জন্মানোর পর সাকিব এই সুসংবাদটি ফেসবুকের মাধ্যমে তাঁর সব ভক্তকে জানিয়ে দেন। ফেসবুকে প্রকাশিত সাকিবের পোস্টটি ছিল এ রকম, ‘শিশির এবং আমাদের রাজকন্যা ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সন্তানের জন্য।’

শহিদ কাপুরশহিদ কাপুর

অভিনেতা শহিদ কাপুর এবং স্ত্রী মিরা রাজপুতের সংসারে নতুন সদস্য আসে ২০১৬ সালের আগস্ট মাসে। এমিলি ব্লান্টের মতো সন্তানের ছবি খানিকটা আড়ালে রেখেই শহিদ কাপুরও এই সুখবর টুইটারে টুইট করে ভক্তদের জানান। একাধিকবার আলোচিত এই অভিনেতা সন্তানের আগমনের খবরটি জানিয়েছেন যদিও খুবই স্বল্প বাক্যে। টুইটারে শহিদের টুইটটি ছিল, ‘তার আগমন হয়েছে এবং আনন্দ প্রকাশের জন্য শব্দশূন্যতায় ভুগছি! সবাইকে ধন্যবাদ আশীর্বাদের জন্য।’

মাইকেল ফেল্‌প্‌সতামিম ইকবালমাইকেল ফেল্‌প্‌স
‘বাল্টিমোর বুলেট’ কিংবা ‘ফ্লাইং ফিশ’ নামে পরিচিত এই বিশ্ববিখ্যাত সাঁতারু নিজের অনেক পরিচয়ের সঙ্গে বাবা পরিচয়টিও যোগ করেছেন ২০১৬ সালে। গত বছরের ৫ মে প্রথমবারের মতো বাবা-মা হন ফেল্‌প্‌স ও নিকোল জনসন দম্পতি। সন্তানের আগমনের খবরটি সেদিন ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়ে দেন তিনি। পাশে স্ত্রী আর কোলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ছবিসংবলিত স্ট্যাটাসটি ছিল এ রকম,‘পৃথিবীতে স্বাগতম বুমার রবার্ট ফেল্‌প্‌স!! জন্ম ৫.৫.২০১৬। সুস্থ এবং সুখী! আমার জীবনের সবচেয়ে অসাধারণ অনুভূতি!’
তামিম ইকবাল
ক্রিকেটার তামিম ইকবাল বাবা হন গত বছর। সন্তান জন্মের খবরটি তামিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন। তামিমের প্রকাশিত পোস্টটি হলো, ‘আমাদের আনন্দের ছোট্ট ডিব্বা এসে হাজির হয়েছে! মহান আল্লাহ তাআলার রহমতে আজ ভোরে আমরা শিশুপুত্রের বাবা-মা হয়েছি। যদিও মা ও শিশু দুজনেই ভালো আছেন, তারপরও ডাক্তার আমাদের সন্তানকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’

লেসি চেবার্টলেসি চেবার্ট
জনপ্রিয় হলিউড টিন মুভি মিন গার্লস-এর প্রসঙ্গ এলেই লেসির নাম এসেই পড়ে। এককালে শিশুশিল্পী হিসেবে পরিচিত এই অভিনেত্রী ২০১৬ সালে প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হয়েছেন। সন্তান জন্মের এক সপ্তাহ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেসি এই সুখবর ভক্তদের জানিয়ে দেন। ইন্সটাগ্রামে সন্তানের ছবিসংবলিত পোস্টটিতে লেসি লেখেন, ‘যখন আমি তোমাকে অন্তরের অন্তস্তল থেকে দেখলাম, আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে যাবে! এই তো তুমি! আমি তোমাকেই খুঁজছিলাম। জীবনের সবচেয়ে সুন্দর দিন! এক সপ্তাহ আগে আমি এই পরির মা হয়েছি। জুলিয়া মিমি বেলা।’
কারিনা কাপুরকারিনা কাপুর
শহিদ কাপুরের এককালের প্রেমিকা, বর্তমানে অভিনেতা এবং সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খানও তাঁদের প্রথম সন্তানের মা হন গেল বছরই। বছরের শেষ মাসে জন্ম নেওয়া নবাবপুত্রকে ঘিরেই তাই ছিল বছরের সর্বশেষ আলোচনা। সাইফ-কারিনা দম্পতির শিশুপুত্রের আগমনের খবরটি দুজনেই একসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন। ফেসবুকেও প্রকাশ করা হয় নতুন বাবা-মা এবং সন্তানের ছবি। সাইফ-কারিনা দম্পতির সন্তানের আগমনের খবরটি ছিল এ রকম, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি, ২০ ডিসেম্বর ২০১৬, আমাদের শিশুপুত্র তৈমুর আলী খান পতৌদির জন্ম হয়েছে। মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের বুঝতে পারার জন্য এবং দীর্ঘ ৯ মাস সব ধরনের সহযোগিতা করার জন্য। এবং অবশ্যই আমাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদেরও ধন্যবাদ তাঁদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য। সবাইকে ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

বাবা–মাহওয়ার আনন্দ !

আপডেট সময় : ০৬:৪৯:৪৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

হাসপাতালের করিডরে দুরু দুরু বুকে অপেক্ষা বা প্রথমবারের মতো সন্তানের কচি হাতে নিজের আঙুল রাখা। নার্সের কোলে তোয়ালে প্যাঁচানো ছোট্ট এক জোড়া চোখের চাহনি দেখা—এসব আনন্দ আমরা ভাগাভাগি করতে চাই সবার সঙ্গে। এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে পিছিয়ে নেই তারকারাও। বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রকাশিত প্রথম অভিভাবক হওয়ার এসব অনুভূতি তুলে ধরা হলো।

সাকিব আল হাসানসাকিব আল হাসান

২০১৫ সালে প্রথম সন্তানের বাবা হন ক্রিকেটার সাকিব আল হাসান। যদিও সন্তানের আগমনের আগে সাকিব-শিশির দম্পতি তাঁদের কন্যাশিশু আগমনের কথাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান। নিউইয়র্কে সন্তান জন্মানোর পর সাকিব এই সুসংবাদটি ফেসবুকের মাধ্যমে তাঁর সব ভক্তকে জানিয়ে দেন। ফেসবুকে প্রকাশিত সাকিবের পোস্টটি ছিল এ রকম, ‘শিশির এবং আমাদের রাজকন্যা ভালো আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের সন্তানের জন্য।’

শহিদ কাপুরশহিদ কাপুর

অভিনেতা শহিদ কাপুর এবং স্ত্রী মিরা রাজপুতের সংসারে নতুন সদস্য আসে ২০১৬ সালের আগস্ট মাসে। এমিলি ব্লান্টের মতো সন্তানের ছবি খানিকটা আড়ালে রেখেই শহিদ কাপুরও এই সুখবর টুইটারে টুইট করে ভক্তদের জানান। একাধিকবার আলোচিত এই অভিনেতা সন্তানের আগমনের খবরটি জানিয়েছেন যদিও খুবই স্বল্প বাক্যে। টুইটারে শহিদের টুইটটি ছিল, ‘তার আগমন হয়েছে এবং আনন্দ প্রকাশের জন্য শব্দশূন্যতায় ভুগছি! সবাইকে ধন্যবাদ আশীর্বাদের জন্য।’

মাইকেল ফেল্‌প্‌সতামিম ইকবালমাইকেল ফেল্‌প্‌স
‘বাল্টিমোর বুলেট’ কিংবা ‘ফ্লাইং ফিশ’ নামে পরিচিত এই বিশ্ববিখ্যাত সাঁতারু নিজের অনেক পরিচয়ের সঙ্গে বাবা পরিচয়টিও যোগ করেছেন ২০১৬ সালে। গত বছরের ৫ মে প্রথমবারের মতো বাবা-মা হন ফেল্‌প্‌স ও নিকোল জনসন দম্পতি। সন্তানের আগমনের খবরটি সেদিন ফেসবুকের মাধ্যমে ভক্তদের জানিয়ে দেন তিনি। পাশে স্ত্রী আর কোলে সদ্য ভূমিষ্ঠ সন্তানের ছবিসংবলিত স্ট্যাটাসটি ছিল এ রকম,‘পৃথিবীতে স্বাগতম বুমার রবার্ট ফেল্‌প্‌স!! জন্ম ৫.৫.২০১৬। সুস্থ এবং সুখী! আমার জীবনের সবচেয়ে অসাধারণ অনুভূতি!’
তামিম ইকবাল
ক্রিকেটার তামিম ইকবাল বাবা হন গত বছর। সন্তান জন্মের খবরটি তামিম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন। তামিমের প্রকাশিত পোস্টটি হলো, ‘আমাদের আনন্দের ছোট্ট ডিব্বা এসে হাজির হয়েছে! মহান আল্লাহ তাআলার রহমতে আজ ভোরে আমরা শিশুপুত্রের বাবা-মা হয়েছি। যদিও মা ও শিশু দুজনেই ভালো আছেন, তারপরও ডাক্তার আমাদের সন্তানকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’

লেসি চেবার্টলেসি চেবার্ট
জনপ্রিয় হলিউড টিন মুভি মিন গার্লস-এর প্রসঙ্গ এলেই লেসির নাম এসেই পড়ে। এককালে শিশুশিল্পী হিসেবে পরিচিত এই অভিনেত্রী ২০১৬ সালে প্রথমবারের মতো কন্যাসন্তানের মা হয়েছেন। সন্তান জন্মের এক সপ্তাহ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লেসি এই সুখবর ভক্তদের জানিয়ে দেন। ইন্সটাগ্রামে সন্তানের ছবিসংবলিত পোস্টটিতে লেসি লেখেন, ‘যখন আমি তোমাকে অন্তরের অন্তস্তল থেকে দেখলাম, আমার মনে হচ্ছিল আমার দমবন্ধ হয়ে যাবে! এই তো তুমি! আমি তোমাকেই খুঁজছিলাম। জীবনের সবচেয়ে সুন্দর দিন! এক সপ্তাহ আগে আমি এই পরির মা হয়েছি। জুলিয়া মিমি বেলা।’
কারিনা কাপুরকারিনা কাপুর
শহিদ কাপুরের এককালের প্রেমিকা, বর্তমানে অভিনেতা এবং সাইফ আলী খানের স্ত্রী কারিনা কাপুর খানও তাঁদের প্রথম সন্তানের মা হন গেল বছরই। বছরের শেষ মাসে জন্ম নেওয়া নবাবপুত্রকে ঘিরেই তাই ছিল বছরের সর্বশেষ আলোচনা। সাইফ-কারিনা দম্পতির শিশুপুত্রের আগমনের খবরটি দুজনেই একসঙ্গে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করেন। ফেসবুকেও প্রকাশ করা হয় নতুন বাবা-মা এবং সন্তানের ছবি। সাইফ-কারিনা দম্পতির সন্তানের আগমনের খবরটি ছিল এ রকম, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের সবাইকে জানাচ্ছি, ২০ ডিসেম্বর ২০১৬, আমাদের শিশুপুত্র তৈমুর আলী খান পতৌদির জন্ম হয়েছে। মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের বুঝতে পারার জন্য এবং দীর্ঘ ৯ মাস সব ধরনের সহযোগিতা করার জন্য। এবং অবশ্যই আমাদের ভক্ত ও শুভানুধ্যায়ীদেরও ধন্যবাদ তাঁদের আশীর্বাদ এবং ভালোবাসার জন্য। সবাইকে ক্রিসমাস এবং নতুন বছরের শুভেচ্ছা।