শনিবার | ২৪ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম Logo চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড এবং তরপুরচণ্ডী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন Logo বীরগঞ্জের বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে ! Logo হাবিবুর রহমান ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত Logo খালেদা জিয়ার কবর জিয়ারতে নোবিপ্রবির গাড়ি ব্যবহার, শিক্ষার্থীদের ক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মন্দির নির্মাণের প্রতিশ্রুতি উপ-উপাচার্যের Logo কলারোয়ায় মিনি স্টেডিয়াম ও বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের Logo ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে ১২ ফেব্রুয়ারির ভোট: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা Logo হাদী হত্যা বিচারের দাবিতে খুবির কেমিস্ট্রি ডিসিপ্লিনের ভিন্নধর্মী প্রতিবাদ Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোদিকে ‘চা-ওয়ালা’ বানিয়ে উপহাস!

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৫২:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৭৭৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে ফের বিতর্কের মুখে কংগ্রেস। নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ বানিয়ে উপহাস করেছে কংগ্রেস।
মঙ্গলবার যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

মঙ্গলবার কংগ্রেসের যুব দল নরেন্দ্র মোদিকে নিয়ে একটি মিম বানায়। যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের নেতা তেরেসা মে। ছবিটিতে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুল উচ্চারণ করে মিমকে ‘মেমে’’ বলছেন, যা শুধরে দেন ট্রাম্প এবং তেরেসা বলেন, মোদিকে চা বেচতে।

বিজেপি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের রসিকতা একেবারেই বরদাস্ত করা হবে না।

গুজরাটের শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজরাটের আসন্ন নির্বাচনে যাতে বিজেপি না আসতে পারে তাই মানুষকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ টুইট করে বলেন, ‘ম্যাডাম সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী কী এখনও বিশ্বাস করেন যে একমাত্র আপনারাই দেশ চালানোর যোগ্য? যুব কংগ্রেসের এ ধরনের আচরণ দেশবাসীর কাছে মোটেও কাম্য নয়। যেটা সত্যিই খুব লজ্জাজনক এবং গরীবদের কাছে অপমানজনক। টুইটটা মুছে দিলেও তার রেশ গরীবদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে।
‌’

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘এ ধরনের মজাকে দলও কখনও মেনে নেবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নানা ধরনের মত থাকতেই পারে, দলের নেতা-নেত্রীদের মধ্যে মতের মিল নাও হতে পারে, তবে কংগ্রেসের সংস্কৃতি এরকম নয়। কংগ্রেস প্রধানমন্ত্রী ও অন্য দলের নেতাদের যথেষ্ট শ্রদ্ধা করে।

সূত্র: আজকাল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রাবির ‘এ’ ইউনিটের প্রথম শিফটে প্রথম অনন্ত, দ্বিতীয় শিফটে সিয়াম

মোদিকে ‘চা-ওয়ালা’ বানিয়ে উপহাস!

আপডেট সময় : ১২:৫২:৩৭ অপরাহ্ণ, বুধবার, ২২ নভেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম বানিয়ে ফের বিতর্কের মুখে কংগ্রেস। নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ বানিয়ে উপহাস করেছে কংগ্রেস।
মঙ্গলবার যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

মঙ্গলবার কংগ্রেসের যুব দল নরেন্দ্র মোদিকে নিয়ে একটি মিম বানায়। যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রিটেনের নেতা তেরেসা মে। ছবিটিতে দেখানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুল উচ্চারণ করে মিমকে ‘মেমে’’ বলছেন, যা শুধরে দেন ট্রাম্প এবং তেরেসা বলেন, মোদিকে চা বেচতে।

বিজেপি বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের রসিকতা একেবারেই বরদাস্ত করা হবে না।

গুজরাটের শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজরাটের আসন্ন নির্বাচনে যাতে বিজেপি না আসতে পারে তাই মানুষকে এভাবে বিভ্রান্ত করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ টুইট করে বলেন, ‘ম্যাডাম সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী কী এখনও বিশ্বাস করেন যে একমাত্র আপনারাই দেশ চালানোর যোগ্য? যুব কংগ্রেসের এ ধরনের আচরণ দেশবাসীর কাছে মোটেও কাম্য নয়। যেটা সত্যিই খুব লজ্জাজনক এবং গরীবদের কাছে অপমানজনক। টুইটটা মুছে দিলেও তার রেশ গরীবদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে।
‌’

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ‘এ ধরনের মজাকে দলও কখনও মেনে নেবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নানা ধরনের মত থাকতেই পারে, দলের নেতা-নেত্রীদের মধ্যে মতের মিল নাও হতে পারে, তবে কংগ্রেসের সংস্কৃতি এরকম নয়। কংগ্রেস প্রধানমন্ত্রী ও অন্য দলের নেতাদের যথেষ্ট শ্রদ্ধা করে।

সূত্র: আজকাল।