নিউজ ডেস্ক:
রাজধানীর ধোলাইখালে ট্রাকের চাপায় পড়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত প্রায় ১২টার দিকে ধোলাইখালের চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
সূত্রাপুর থানা সূত্র জানায়, চাচা মো. আলমগীর হোসেন (৪০) এবং ভাতিজা রাহিম (১০) এ সময় একটি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রাকে চাপা পড়েন দুজন। সঙ্গে সঙ্গে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজীব। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আলমগীর ও রাহিমের লাশ জরুরি বিভাগের মর্গে রয়েছে।


























































