পাকিস্তান ব্যর্থ হলে আমরা সন্ত্রাসদমন করব: যুক্তরাষ্ট্র !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩৪:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
  • ৭৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পাকিস্তানকে আবারও কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামাবাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র।
অন্যভাবে সন্ত্রাসদমন করবে মার্কিন বাহিনী।

এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার নয়রাট জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলেরসনের মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের মাটিতে যে তারা নিরাপদে আছে, তাও বিনষ্ট করতে হবে। টিলেরসনের পাকিস্তান সফরের একদিন পরই কথাগুলো বলেন তিনি।

নয়রাট আরও জানান, পাকিস্তানকে একাধিকবার তাদের চাহিদাগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা যে বেড়ে উঠতে তার বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নিতে বলা হয়েছে ইসলামাবাদকে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে জেনেভায় একটি কনফারেন্সে টিলেরসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদীদের তথ্য আদান-প্রদানের বিষয়ে খুব সাবলীল। পাকিস্তানেরও এমন করা উচিত, যুক্তরাষ্ট্র কিছু দাবি করে না। পাকিস্তান প্রজাতান্ত্রিক দেশ। তারাই ঠিক করবে তাদের কী করা উচিত।

ট্যাগস :

পাকিস্তান ব্যর্থ হলে আমরা সন্ত্রাসদমন করব: যুক্তরাষ্ট্র !

আপডেট সময় : ১১:৩৪:৩৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭

নিউজ ডেস্ক:

পাকিস্তানকে আবারও কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পক্ষ থেকে ইসলামাবাদকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা সন্ত্রাসবাদ দমনে ব্যর্থ হয়, তাহলে সেই দায়িত্ব নেবে যুক্তরাষ্ট্র।
অন্যভাবে সন্ত্রাসদমন করবে মার্কিন বাহিনী।

এ ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেথার নয়রাট জানিয়েছেন, মার্কিন স্টেট সেক্রেটারি রেক্স টিলেরসনের মতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাকিস্তানের মাটিতে যে তারা নিরাপদে আছে, তাও বিনষ্ট করতে হবে। টিলেরসনের পাকিস্তান সফরের একদিন পরই কথাগুলো বলেন তিনি।

নয়রাট আরও জানান, পাকিস্তানকে একাধিকবার তাদের চাহিদাগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদীরা যে বেড়ে উঠতে তার বিরুদ্ধে একাধিকবার পদক্ষেপ নিতে বলা হয়েছে ইসলামাবাদকে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এদিকে জেনেভায় একটি কনফারেন্সে টিলেরসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদীদের তথ্য আদান-প্রদানের বিষয়ে খুব সাবলীল। পাকিস্তানেরও এমন করা উচিত, যুক্তরাষ্ট্র কিছু দাবি করে না। পাকিস্তান প্রজাতান্ত্রিক দেশ। তারাই ঠিক করবে তাদের কী করা উচিত।