এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক সহ নিহত-৩ ও ২ আহত হয়েছে।
কাহারোল উপজেলার ১১ মাইল নামক স্থানে (দিনাজপুর-ঠাকুরগাঁও) মহাসড়কে ২০ অক্টোবর বেলা আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁও গামী নাবিল পরিবহন, ঢাকা মেট্রো-ক ১৪-৬৭৮৭ ও ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী প্রাইভেট কার ঠাকুরগাঁও- খ ১১-৯৬৩৬ এর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাইভেট কারের ড্রাইভার সহ ৩জন নিহত হয় এবং দ্রুত নাবিল পরিবহন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে হাইওয়ে পুলিশের সার্জেন্ট সারোয়ার জানান, ১১ মাইলের সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের মধ্যে ২ জনের নাম পাওয়া গেছে, তারা হলেন সফিউল (৩৫), রাসেল (৩২) এর বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। অপর জনের নাম ও পরিচয় পাওয়া যায়নি এবং সড়ক দুর্ঘটনায় আহত ২ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ