প্রতিদিন এ অভ্যাসেও শুক্রাণুর ক্ষমতা কমতে পারে !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

পারাবিন কেমিক্যাল থাকায় মাউথওয়াশের নিয়মিত ব্যবহার ব্যক্তির শুক্রাণুর ক্ষমতা বা উর্বরতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু মাউথওয়াশ নয়, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন এবং সানস্ক্রিনের মতো ব্যক্তিগত প্রসাধনী পণ্যেও পারাবিন কেমিক্যাল ব্যবহার করা হয়।

পারাবিন কেমিক্যাল এবং শুক্রাণুর মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে। পারাবিন কেমিক্যাল শুক্রাণু কেন্দ্রীভূতকরণ কমিয়ে দেয় এবং উচ্চহারে শুক্রাণুর মিউটেশন বা পরিবর্তন ঘটায়। জার্নাল অব অকিউপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিনে প্রকাশিত নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

গবেষকরা পোল্যান্ডের একটি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব ক্লিনিকে ৩২৫ জন মানুষের শুক্রাণু এবং প্রস্রাবের নমুনা সংগ্রহ করেন। যেসব পুরুষের প্রস্রাবে পারাবিন কেমিক্যালের পরিমাণ বেশি ছিল তাদের শুক্রাণুর গঠন বেশ অস্বাভাবিক এবং শুক্রাণু বা বীর্যের চলন ধীরগতির।

সূত্র : ইন্টারনেট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রতিদিন এ অভ্যাসেও শুক্রাণুর ক্ষমতা কমতে পারে !

আপডেট সময় : ০১:১৭:১২ অপরাহ্ণ, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭

নিউজ ডেস্ক:

পারাবিন কেমিক্যাল থাকায় মাউথওয়াশের নিয়মিত ব্যবহার ব্যক্তির শুক্রাণুর ক্ষমতা বা উর্বরতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু মাউথওয়াশ নয়, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন এবং সানস্ক্রিনের মতো ব্যক্তিগত প্রসাধনী পণ্যেও পারাবিন কেমিক্যাল ব্যবহার করা হয়।

পারাবিন কেমিক্যাল এবং শুক্রাণুর মধ্যে সরাসরি যোগসূত্র রয়েছে। পারাবিন কেমিক্যাল শুক্রাণু কেন্দ্রীভূতকরণ কমিয়ে দেয় এবং উচ্চহারে শুক্রাণুর মিউটেশন বা পরিবর্তন ঘটায়। জার্নাল অব অকিউপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিনে প্রকাশিত নতুন গবেষণা থেকে এ তথ্য জানা গেছে।

গবেষকরা পোল্যান্ডের একটি ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব ক্লিনিকে ৩২৫ জন মানুষের শুক্রাণু এবং প্রস্রাবের নমুনা সংগ্রহ করেন। যেসব পুরুষের প্রস্রাবে পারাবিন কেমিক্যালের পরিমাণ বেশি ছিল তাদের শুক্রাণুর গঠন বেশ অস্বাভাবিক এবং শুক্রাণু বা বীর্যের চলন ধীরগতির।

সূত্র : ইন্টারনেট