নিউজ ডেস্ক:
যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবারই প্রথম সিদ্ধিরগঞ্জের পূজা মন্ডপগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের আর্থিক অনুদানে এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তারের সার্বিক তত্বাবধায়নে পূজা মন্ডপগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে।
তাছাড়া সিদ্ধিরগঞ্জের ৭টি পূজা মন্ডপে কোন প্রকার নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে জন্য পূজা মন্ডপগুলোর কমিটির নেতাদের সাথে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরফুদ্দিন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সার্বিক) আব্দুস সাত্তারের সভাপতিত্বে বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ নাসির উদ্দিন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন চিশতী সিপলু ,পূজা উদযাপন কমিটির আহ্বায়ক শিশির ঘোষ অমর, সদস্য সচিব বাসুদেব, লক্ষ্মীরায়ণ কটন মিলস পূজা মন্ডপের সভাপতি বাবু কালিপদ মল্লিক, বাবু স্বদেশ আচার্য, খোকন বর্মন, সংকর চন্দ্র দাসসহ পূজা মন্ডপগুলোর কমিটির নের্তৃবৃন্দ।