নিউজ ডেস্ক:
চট্টগ্রামের মাদক সম্রাজ্ঞী আকলিমার আখড়ায় অভিযান চালিয়েছে মহানগর মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযানে আকলিমা, তার মেয়ে শারমিন আকতার এবং ছেলে জুয়েলকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা এবং সাড়ে তিন পুরিয়া গাঁজা জব্দ করা হয়।
গতকাল শনিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানার তুলাতলী এলাকায় এ অভিযান চালানো হয়।
মহানগর মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সন্তোষ শর্মা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকলিমার আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আকলিমা, তার মেয়ে এবং ছেলেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।






































