নিউজ ডেস্ক:
চট্টগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরের টাইগারপাসে চসিক, চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় শোককে শক্তিতে রুপান্তর করে দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ রুখে দাঁড়ানর প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন।
জাতীয় শোক দিবস উপলক্ষে ‘শোকের শক্তিতে রুখো দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ’ শীর্ষক মানববন্ধনে দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের সাড়ে তিনশ’ শিক্ষার্থী-শিক্ষক, কাউন্সিলর, জেলা প্রশাসন ও সিএমপির কর্মকর্তা, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনেও সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।
মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিএমপি কমিশনার ইকবাল বাহার, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হাবিবুর রহমান প্রমূখ।
সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে আট বছরে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন অকার্যকর রাষ্ট্রের বৃত্তে নেই। বাংলাদেশ এখন অর্থনৈতিক বিস্ময়ের দেশ। ক্ষুধা, দারিদ্র্য, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যেকে যে যেখানে আছি সেখান থেকে কাজ করে স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
সিএমপি কমিশনার ইকবার বাহার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তখন অনেক নেতা ছিলেন। কিন্তু বঙ্গবন্ধু জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। পতাকা দিয়েছেন। মানচিত্র দিয়েছেন।
নাগরিক শোকযাত্রা:
চট্টগ্রামসহ দেশে প্রথমবারের মত এবার সম্পন্ন হলো জাতীয় শোক দিবসে ‘নাগরিক শোকযাত্রা’। চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আয়োজনে এই শোকযাত্রাটি নন্দনকানন থেকে শুরু হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক রিয়াজ হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী, ড. জাকির হোসেন, চট্টগ্রাম এনায়েত বাজার বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তহুরুন সবুর ডালিয়া, শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি আবু তাহের চৌধুরী, যগ্ম আহবায়ক সুমন দেবনাথ, সমন্বয়কারী খোরশেদ আলম প্রমুখ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্মসূচি:
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পর আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, সিইউজের সাবেক সভাপতি এম. নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল।