নিউজ ডেস্ক:
যে পথে ঘাতকের ট্যাঙ্ক গিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাঙালি জাতিকে অন্ধকারে নিমজ্জিত করেছিল, সোমবার রাতে সে পথে ৪২টি মশাল নিয়ে ‘আলোর মিছিল’ করছে মুক্তিযোদ্ধার সন্তানরা।
রাজধানীর মানিক মিয়া এভিনিউ টিএন্ডটি মাঠের সামনে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ আলোর মিছিলটি উদ্বোধন করেন।
আর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে গিয়ে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি সভাপতি মো. সাজ্জাদ হোসেন মুক্তিযোদ্ধার সন্তানদের শপথ গ্রহণের মধ্য দিয়ে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান শাহিনের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী, সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. কাজী সাইফুদ্দিন, প্রেসিডিয়াম সদস্য ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম. এম. ইমরুল কায়েস, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগরের সভাপতি জোবায়দা হক অজন্তা, প্রেসিডিয়াম সদস্য মাহববুর রহমান রুহেল, ও ডা. সুব্রত ঘোষ, সহ-সভাপতি সাংবাদিক মিজান রহমান ও ওমর ফারুক সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রনি ও আল-আমিন মৃদুল, সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য আনিসুল রহমান মোল্লা, আরেফির কাউসার, শফিকুল ইসলাম, ধ্রুব আব্বাস ও মাসুদ রানা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কিশোরগঞ্জ ও মোৗলভীবাজারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।