খাবারের ঘ্রাণে বাড়তে পারে ওজন !

  • amzad khan
  • আপডেট সময় : ০৬:০২:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭
  • ৭৫৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শুধু অতিরিক্ত খেলেই নয়, খাবারের ঘ্রাণ শুঁকলেও নাকি মোটা হয়ে যেতে পারেন আপনি। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গেছে।

গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু ইঁদুরের ওপর গবেষণাটি চালানো হয়। সেখানে স্থূলকায় ইঁদুরদের ঘ্রাণশক্তি হ্রাস করে দেয়া হয় কৃত্রিম উপায়ে। এবার সেই ইঁদুরদের বেশি ক্যালোরিযুক্ত খাবার দেয়া হলেও দেখা যায়, তাদের ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে।

উল্টোদিকে ক্ষীণকায় কিছু ইঁদুরকে কম ক্যালোরিযুক্ত খাবার দেয়া হয়। তবে শুধু সুগন্ধি প্রয়োগ করার ফলে তাদের ওজন দ্বিগুণ হয়ে যায়। ইঁদুরের মতো একই রকম প্রভাব পড়তে পারে মানুষের শরীরেও। তারাও ঘ্রাণশক্তির এমন অদ্ভুত আচরণের শিকার হতে পারে।

গবেষকদের মতে, ইঁদুরগুলোর ওপর যে পরীক্ষা চালানো হয়, সেই একই পরীক্ষা যদি মানুষের ওপর চালিয়েও সফলতা আসে, তাহলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন হবে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খাবারের ঘ্রাণে বাড়তে পারে ওজন !

আপডেট সময় : ০৬:০২:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৬ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

শুধু অতিরিক্ত খেলেই নয়, খাবারের ঘ্রাণ শুঁকলেও নাকি মোটা হয়ে যেতে পারেন আপনি। সম্প্রতি একটি গবেষণায় এমনটাই জানা গেছে।

গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু ইঁদুরের ওপর গবেষণাটি চালানো হয়। সেখানে স্থূলকায় ইঁদুরদের ঘ্রাণশক্তি হ্রাস করে দেয়া হয় কৃত্রিম উপায়ে। এবার সেই ইঁদুরদের বেশি ক্যালোরিযুক্ত খাবার দেয়া হলেও দেখা যায়, তাদের ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে।

উল্টোদিকে ক্ষীণকায় কিছু ইঁদুরকে কম ক্যালোরিযুক্ত খাবার দেয়া হয়। তবে শুধু সুগন্ধি প্রয়োগ করার ফলে তাদের ওজন দ্বিগুণ হয়ে যায়। ইঁদুরের মতো একই রকম প্রভাব পড়তে পারে মানুষের শরীরেও। তারাও ঘ্রাণশক্তির এমন অদ্ভুত আচরণের শিকার হতে পারে।

গবেষকদের মতে, ইঁদুরগুলোর ওপর যে পরীক্ষা চালানো হয়, সেই একই পরীক্ষা যদি মানুষের ওপর চালিয়েও সফলতা আসে, তাহলে বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন হবে।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন