শিরোনাম :
Logo শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৬ বছরের শিশু জিদান Logo কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে নোবিপ্রবিতে বিক্ষোভ সমাবেশ। Logo ড. ইউনূসের নামে দুদকের মামলা বাতিল Logo কৃষিবিদদের বৈষম্য নিরসনে ৫ দফা দাবি প্রদান রাবি শিক্ষার্থীদের Logo বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি Logo শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশনে অনড় কুয়েট শিক্ষার্থীরা Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo জাল ভিসা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দূতাবাসের Logo ইন্টারনেটের খরচ কমানোর ঘোষণা, জানা গেল কোন স্তরে কমছে কত

অ্যাসিডিটি দূর করবে এক বোতল পানি !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাঙালিরা একটু বেশিই খাদ্যরসিক৷ আর এই খাদ্যরসিক হওয়ার ফলে অ্যাসিডিটিতে ভোগার ব্যাপারে হয়তো বাঙালিই বিশ্বে সবচেয়ে বেশি এগিয়ে৷ সঙ্গে অ্যাসডিটি দূর করা নিয়ে এই বাঙালিরাই যা দুশ্চিন্তায় মেতে ওঠেন তা বোঝা যায়, একবার বাঙালিদের ওষুধের বাক্সতে তাকালে, আর কিছু থাকুক না থাকুক অ্যাসিডিটির ওষুধ তো আছেই৷

তবে জানেন কি? ওষুধ ছাড়াও অ্যাসডিটি দূর করার হাজারো নিয়ম রয়েছে৷ শুধু এক বোতল পানি দিয়েই ঝটপট দূর করতে পারেন অ্যাসিডিটি ৷ কীভাবে ?

আগের দিন রাতে একটু বেশি খেয়ে ফেলেছেন৷ ফলে বদহজম৷ সারা রাত ঘুমের ঘোরে বুঝতে না পারলেও, সকালে ঘুম থেকে উঠে অ্যাসিডিটিতে ভুগছেন৷ এরকম অবস্থায়, প্রথমে ভরপেট এক বোতল পানি খেয়ে নিন৷ এবার অল্প করে গলা আঙুল দিয়ে বমি করে ফেললেই দেখবেন পেট থেকে জল বেরিয়ে এসে একেবারে অ্যাসিড ক্লিয়ার! দেখবেন এর পরেই হালকা লাগছে ৷ তবে প্রথম প্রথম এই ব্যাপারটা করতে একটু কষ্ট হতে পারে৷ তাই জোর করে নয়, ধৈর্য ধরে করুন ! এছাড়াও রয়েছে অ্যাসিড দূর করার কিছু ঘরোয়া উপায়ও-

১। ২-৩টা লবঙ্গ মুখে নিয়ে রাখুন৷ কিছুক্ষণ ধরে চুষুন৷ অথবা সমপরিমাণ এলাচ বা লবঙ্গ গুঁড়াও খেতে পারেন৷
২। পানিতে পাতি তেবুর রস ও বিট লবন মিশিয়ে খেয়ে নিন ৷
৩। এক কাপ পানিতে কয়েক টুকরো আদা ফুটিয়ে নিন৷ অথবা আদা বেটে রস তৈরি করে এক চামচ খেয়ে নিন ৷ উপকার পাবেন৷
৪। গরম পানিতে কিছুটা পরিমাণ মৌরি ফেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন৷ তারপর সেই পানি খেয়ে নিন ৷
৫। এক গ্লাস পানিতে জিরার গুঁড়া মিশিয়ে খেয়ে নিতে পারেন৷ চট করে উপকার পাবেন৷
৬। জোয়ানের সঙ্গে বিট লবন মিশিয়ে খেয়ে নিন৷ অম্বল থেকে চট করে রেহাই পাবেন৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শেরপুরে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ লক্ষ টাকার চেক প্রদান

অ্যাসিডিটি দূর করবে এক বোতল পানি !

আপডেট সময় : ০৫:২৯:১৯ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

বাঙালিরা একটু বেশিই খাদ্যরসিক৷ আর এই খাদ্যরসিক হওয়ার ফলে অ্যাসিডিটিতে ভোগার ব্যাপারে হয়তো বাঙালিই বিশ্বে সবচেয়ে বেশি এগিয়ে৷ সঙ্গে অ্যাসডিটি দূর করা নিয়ে এই বাঙালিরাই যা দুশ্চিন্তায় মেতে ওঠেন তা বোঝা যায়, একবার বাঙালিদের ওষুধের বাক্সতে তাকালে, আর কিছু থাকুক না থাকুক অ্যাসিডিটির ওষুধ তো আছেই৷

তবে জানেন কি? ওষুধ ছাড়াও অ্যাসডিটি দূর করার হাজারো নিয়ম রয়েছে৷ শুধু এক বোতল পানি দিয়েই ঝটপট দূর করতে পারেন অ্যাসিডিটি ৷ কীভাবে ?

আগের দিন রাতে একটু বেশি খেয়ে ফেলেছেন৷ ফলে বদহজম৷ সারা রাত ঘুমের ঘোরে বুঝতে না পারলেও, সকালে ঘুম থেকে উঠে অ্যাসিডিটিতে ভুগছেন৷ এরকম অবস্থায়, প্রথমে ভরপেট এক বোতল পানি খেয়ে নিন৷ এবার অল্প করে গলা আঙুল দিয়ে বমি করে ফেললেই দেখবেন পেট থেকে জল বেরিয়ে এসে একেবারে অ্যাসিড ক্লিয়ার! দেখবেন এর পরেই হালকা লাগছে ৷ তবে প্রথম প্রথম এই ব্যাপারটা করতে একটু কষ্ট হতে পারে৷ তাই জোর করে নয়, ধৈর্য ধরে করুন ! এছাড়াও রয়েছে অ্যাসিড দূর করার কিছু ঘরোয়া উপায়ও-

১। ২-৩টা লবঙ্গ মুখে নিয়ে রাখুন৷ কিছুক্ষণ ধরে চুষুন৷ অথবা সমপরিমাণ এলাচ বা লবঙ্গ গুঁড়াও খেতে পারেন৷
২। পানিতে পাতি তেবুর রস ও বিট লবন মিশিয়ে খেয়ে নিন ৷
৩। এক কাপ পানিতে কয়েক টুকরো আদা ফুটিয়ে নিন৷ অথবা আদা বেটে রস তৈরি করে এক চামচ খেয়ে নিন ৷ উপকার পাবেন৷
৪। গরম পানিতে কিছুটা পরিমাণ মৌরি ফেলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন৷ তারপর সেই পানি খেয়ে নিন ৷
৫। এক গ্লাস পানিতে জিরার গুঁড়া মিশিয়ে খেয়ে নিতে পারেন৷ চট করে উপকার পাবেন৷
৬। জোয়ানের সঙ্গে বিট লবন মিশিয়ে খেয়ে নিন৷ অম্বল থেকে চট করে রেহাই পাবেন৷