শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গরম থেকে বাঁচতে চটপট ঘরেই বানিয়ে নিন এই সুস্বাদু শরবত !

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭
  • ৭৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

গ্রীষ্মের দাবদাহে নাকাল শহরবাসী৷ প্রায় প্রতিদিনই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে৷ এই প্যাঁচপ্যাঁচে গরম থেকে বাঁচতে ঘরে তৈরি করে নিতে পারেন এই বেশ কয়েকটি ফলের রস৷ যা আপনাকে এই গরম থেকে একটু রেহাই দেবে৷ এমনই কয়েকটি জুসের ঘরোয়া রেসিপি রইল আপনার জন্য-

১) ম্যাঙ্গো আইসড টি- পাঁকা আম দিয়ে তৈরি করে নিতে পারেন এই বিশেষ আমের আইসড টি৷ এমনকি কাঁচা আম দিয়েও তৈরি করে নিতে পারেন এই বিশেষ আইসড টি৷

উপকরণ:
১) কাঁচা/পাকা আম: একটি আম
২) ব্ল্যাক টি: ৪টেবিল চামচ
৩) চিনি: ৪ থেকে ৫টেবিলচামচ
৪) আদা: ২টেবিলচামচ
৫) তাজা পুদিনা পাতা: ৫টেবিলচামচ
৬) লেবুর রস: ২টেবিলচামচ
৭) বরফ কুচি: ১০ থেকে ১২টি
৮) জল: চার কাপ
৯) ঠান্ডা জল: চার কাপ

পদ্ধতি: প্রথমে আমগুলিকে সিদ্ধ করতে হবে৷ এরপর চারকাপ জল গরম করুন৷ আর সেই সঙ্গে মিশিয়ে নিন আদা এবংচিনি৷ এগুলি একসঙ্গে বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পর ব্ল্যাক টি যোগ করুন৷ আর দুই মিনিট গরম করুন৷ এরপর বন্ধ করে দিন আগুন৷ আর তার মধ্যে মিশিয়ে নিন পুদিনা পাতা৷ এরপর সেটি কিছুক্ষনের জন্য ঠান্ডা করতে দিন৷ এরপর তার সঙ্গে মিশিয়ে নিন কাঁচা আম এবং লেবুর রস আর সেই সঙ্গে মিশিয়ে নিন ঠান্ডা জল৷ এরপর ১৫মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিন সেটি৷ এরপর সুন্দর কাঁচের গ্লাসে করে তার উপর লেবু পাতা দিয়ে পরিবেশন করুন অতিথিকে৷

২) কাঁচা আমের শরবত-

উপকরণ:
১) কাঁচা/পাকা আম: তিনটি সিদ্ধ আম
২) চিনি: অর্দ্ধেক কাপ
৩) আদা: ১ টেবিলচামচ
৪) পুদিনা পাতা: অর্দ্ধেক কাপ
৫) বিটনুন: ১টেবিলচামচ
৬) লেবুর রস: ১ চা চামচ
৭) ঠান্ডা জল: ৫ কাপ

পদ্ধতি: সিদ্ধ করা আমগুলি একসঙ্গে মেখে নিন৷ এরপর সেই আম ঠান্ডা হলে তার সঙ্গে চিনি, আদা এবং জল মিশিয়ে নিন৷ এরপর সেটি আবার ঠান্ডা হতে দিন৷ এরপর সেই মিশ্রণটিকে ঠান্ডা হলে পর সেটির সঙ্গে জল, আম, আন্দাজমতন নুন, পুদিনা পাতা এবং চিনি মিশিয়ে ভালো করে মিশ্রণ করুন৷ এরপর একটি কাঁচের জারে ঢেলে আন্দাজমতন নুন এবং চিনি মিশিয়ে নিন৷ আবার সেই মিশ্রনটিকে ঠান্ডা করতে দিন৷ এরপর আলাদা আলাদা কাঁচের গ্লাসে করে তার মধ্যে পুদিনা পাতা দিয়ে সুন্দর ভাবে পরিবেশন করুন অতিথিদেরকে৷

৩) তরমুজ-আদা শরবত-

উপকরণ:
১) তরমুজ: ছয় কাপ তরমুজ ভালো করে ছোট ছোট টুকরো করে নিন৷
২) আদা: ১টি
৩) লেবুর রস: ১/৪ কাপ
৪) চিনি: অর্দ্ধেক কাপ(স্বাদমতন)
৫) ঠান্ডা জল: ১কাপ

পদ্ধতি: ভালো করে তরমুজগুলোকে কেটে নিন৷ এরপর মিক্সি মেশিনে ভালো করে স্ম্যাশ করতে হবে৷ এরপর সেই মিক্সারের মধ্যে চিনি দিয়ে মিশিয়ে নিয়ে গরম করতে দিন৷ তারপর বাকি উপকরণ গুলো মিশিয়ে নিন সেটির মধ্যে৷ এরপর সামান্য বরফ কুঁচি দিয়ে অতিথিদের পরিবেশন করুন ৷

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

গরম থেকে বাঁচতে চটপট ঘরেই বানিয়ে নিন এই সুস্বাদু শরবত !

আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

গ্রীষ্মের দাবদাহে নাকাল শহরবাসী৷ প্রায় প্রতিদিনই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে৷ এই প্যাঁচপ্যাঁচে গরম থেকে বাঁচতে ঘরে তৈরি করে নিতে পারেন এই বেশ কয়েকটি ফলের রস৷ যা আপনাকে এই গরম থেকে একটু রেহাই দেবে৷ এমনই কয়েকটি জুসের ঘরোয়া রেসিপি রইল আপনার জন্য-

১) ম্যাঙ্গো আইসড টি- পাঁকা আম দিয়ে তৈরি করে নিতে পারেন এই বিশেষ আমের আইসড টি৷ এমনকি কাঁচা আম দিয়েও তৈরি করে নিতে পারেন এই বিশেষ আইসড টি৷

উপকরণ:
১) কাঁচা/পাকা আম: একটি আম
২) ব্ল্যাক টি: ৪টেবিল চামচ
৩) চিনি: ৪ থেকে ৫টেবিলচামচ
৪) আদা: ২টেবিলচামচ
৫) তাজা পুদিনা পাতা: ৫টেবিলচামচ
৬) লেবুর রস: ২টেবিলচামচ
৭) বরফ কুচি: ১০ থেকে ১২টি
৮) জল: চার কাপ
৯) ঠান্ডা জল: চার কাপ

পদ্ধতি: প্রথমে আমগুলিকে সিদ্ধ করতে হবে৷ এরপর চারকাপ জল গরম করুন৷ আর সেই সঙ্গে মিশিয়ে নিন আদা এবংচিনি৷ এগুলি একসঙ্গে বেশ কিছুক্ষণ সিদ্ধ করার পর ব্ল্যাক টি যোগ করুন৷ আর দুই মিনিট গরম করুন৷ এরপর বন্ধ করে দিন আগুন৷ আর তার মধ্যে মিশিয়ে নিন পুদিনা পাতা৷ এরপর সেটি কিছুক্ষনের জন্য ঠান্ডা করতে দিন৷ এরপর তার সঙ্গে মিশিয়ে নিন কাঁচা আম এবং লেবুর রস আর সেই সঙ্গে মিশিয়ে নিন ঠান্ডা জল৷ এরপর ১৫মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা করতে দিন সেটি৷ এরপর সুন্দর কাঁচের গ্লাসে করে তার উপর লেবু পাতা দিয়ে পরিবেশন করুন অতিথিকে৷

২) কাঁচা আমের শরবত-

উপকরণ:
১) কাঁচা/পাকা আম: তিনটি সিদ্ধ আম
২) চিনি: অর্দ্ধেক কাপ
৩) আদা: ১ টেবিলচামচ
৪) পুদিনা পাতা: অর্দ্ধেক কাপ
৫) বিটনুন: ১টেবিলচামচ
৬) লেবুর রস: ১ চা চামচ
৭) ঠান্ডা জল: ৫ কাপ

পদ্ধতি: সিদ্ধ করা আমগুলি একসঙ্গে মেখে নিন৷ এরপর সেই আম ঠান্ডা হলে তার সঙ্গে চিনি, আদা এবং জল মিশিয়ে নিন৷ এরপর সেটি আবার ঠান্ডা হতে দিন৷ এরপর সেই মিশ্রণটিকে ঠান্ডা হলে পর সেটির সঙ্গে জল, আম, আন্দাজমতন নুন, পুদিনা পাতা এবং চিনি মিশিয়ে ভালো করে মিশ্রণ করুন৷ এরপর একটি কাঁচের জারে ঢেলে আন্দাজমতন নুন এবং চিনি মিশিয়ে নিন৷ আবার সেই মিশ্রনটিকে ঠান্ডা করতে দিন৷ এরপর আলাদা আলাদা কাঁচের গ্লাসে করে তার মধ্যে পুদিনা পাতা দিয়ে সুন্দর ভাবে পরিবেশন করুন অতিথিদেরকে৷

৩) তরমুজ-আদা শরবত-

উপকরণ:
১) তরমুজ: ছয় কাপ তরমুজ ভালো করে ছোট ছোট টুকরো করে নিন৷
২) আদা: ১টি
৩) লেবুর রস: ১/৪ কাপ
৪) চিনি: অর্দ্ধেক কাপ(স্বাদমতন)
৫) ঠান্ডা জল: ১কাপ

পদ্ধতি: ভালো করে তরমুজগুলোকে কেটে নিন৷ এরপর মিক্সি মেশিনে ভালো করে স্ম্যাশ করতে হবে৷ এরপর সেই মিক্সারের মধ্যে চিনি দিয়ে মিশিয়ে নিয়ে গরম করতে দিন৷ তারপর বাকি উপকরণ গুলো মিশিয়ে নিন সেটির মধ্যে৷ এরপর সামান্য বরফ কুঁচি দিয়ে অতিথিদের পরিবেশন করুন ৷