ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়নে ভিটশ্বর গ্রামের আরব আলী শেখের নাতী মেধাবী ছাত্র হৃদয়(১১)কিডনী সমস্যা জনিত রোগে আক্রান্ত। হৃদয়ের দুটি কিডনী নষ্ট হয়ে গেছে চিকিৎসকদের পরামর্শে এখন জরুরী ভিত্তিতে তার কিডনী প্রতিস্থাপন করা প্রয়োজন যা খুবই ব্যয়বহুল। অর্থাভাবে প্রায় ছয় মাস ধরে তার চিকিৎসা বন্ধ রয়েছে ফলে দিনদিন তার অবস্থার অবনতি হচ্ছে এবং জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। অস্বচ্ছল পরিবারের পক্ষে এই ব্যয়ভার বহন করা খুবই অসম্ভব। হৃদয়ের মাতা শিল্পী খাতুন এমন অবস্থায় মানসিক রুগী হতে চলেছে ও পিতা হাফিজুর রহমান সর্বস্ব দিয়েও শেষ রক্ষা করতে পারছে না। হৃদয়কে বাঁচাতে তার পরিবার সমাজের হৃদয়বান ব্যক্তি তথা দেশবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ মাজহারুল ইসলাম মিলন,সঞ্চয়ী হিসাব নং-৩৪১০৮৭৫২. সোনালী ব্যাংক লিমিটেড,পোড়া পাড়া শাখা,যশোর। মোবাঃ ০১৭৭৫-৩৬৩২০৬,বিকাশ নং-০১৭৩৫-৭৯৬৪১৭