নিউজ ডেস্ক:
অভ্যন্তরীণ ফ্লাইটে যাতায়াতের জন্য বোর্ডিং পাস পেতে জাতীয় পরিচয়পত্র বা অন্য যেকোনো ফটো আইডি কার্ডের কপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটি থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।
যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের ক্ষেত্রে অন্য কোনো ফটো আইডি কার্ড জমা দিতে হবে। প্রাপ্তবয়স্কদের কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইডি কার্ডের কপি জমা দিতে হবে।