এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি’র ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পন উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
৩ জুলাই সোমবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। মর্শেদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র মোঃ আলতাফ হোসেন। প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান বলেন, দেশে-বিদেশে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছে এনটিভি। এনটিভির এই অগ্রযাত্রা অটুট থাকবে। সময়ের সাথে আগামীর পথে এনটিভির এই শ্লোগানকে সামনে রেখে এনটিভির এগিয়ে যাচ্ছে। এনটিভি বাংলাদেশের একটি অন্যতম টিভি চ্যানেলে পরিণত হয়েছে। আলোচনা সভা শেষে কেক কাটা হয়। আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ নির্বাহী কমিটির সদস্য রাহবার কবির পিয়াল, ন্যাপ সভাপতি মঞ্জুরুল আলম, ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।





















































