নিউজ ডেস্ক:
সূর্য একা নয়, তার রয়েছে। সম্প্রতি বিভিন্ন পুঁথি ঘেঁটে এমন তথ্য প্রকাশ করল UC Berkeley and the Harvard-Smithsonian Astrophysical Observatory-র দুই গবেষক।
তাদের বক্তব্য সূর্য একা নয়, রয়েছে আরও এক যমজ নক্ষত্র যার নাম ‘নেমেসিস’। শুধু তাই নয় গবেষকদ্বয় জানিয়েছেন, পৃথিবী থেকে ডায়নোসরাসের বিলুপ্তির পিছনে নাকি রয়েছে এই যমজ নক্ষত্রেরই গোপন কারসাজি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, সৌরমণ্ডলে সমস্ত গ্রহ হয়তো শুধু সূর্য থেকেই সৃষ্টি হয়নি। নেমেসিস থেকেও সৃষ্টি হয়েছে সৌরমণ্ডলের বেশ কিছু গ্রহ।
বিজ্ঞানীরা দাবি করেছেন, ৬’শ আলোকবর্ষ দূরে থাকা নেমেসিস-ই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হওয়ার এক অন্যতম কারণ। তবে কেমন ভাবে হল, সেই তথ্য সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন তারা। আরও কিছু দিন গবেষণার পরে সব তথ্য সামনে আনবেন বলে জানিয়েছেন দুই গবেষক।