মঙ্গলবার | ২৭ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ  Logo লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ক্রীড়া চর্চা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা। Logo আইনের ফাঁদে দুই প্রতিষ্ঠান: চাঁদপুরে ভোক্তা অধিকার ও যৌথ বাহিনীর অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা Logo সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, অর্ধ লক্ষাধিক টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় Logo গণভোট হ্যাঁ-কে জয়ী করতে বিশ্ববিদ্যালয়ে ব্যাপক প্রচারণা Logo শিক্ষকতা: নৈতিক অবস্থান ও মানবিক প্রতিশ্রুতি Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল  Logo ঝালকাঠিতে ৬লিটার চোলাই মদ সহ নাসির ডিবির হাতে আটক  Logo পলাশবাড়ীতে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে হামলায় আহত ৪, অবরুদ্ধ ৯ পরিবার

শ্রদ্ধা ও ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:৫৩:৪১ পূর্বাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সেই জঙ্গি হামলার বছরপূর্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসায় নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

গতকাল শনিবার ১ জুলাই ছিল সেই হামলার বর্ষপূর্তি। এ উপলক্ষে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় হলি আর্টিজান রেস্তোরাঁ। এরপর ফুল হাতে একের পর এক আসতে থাকেন বিভিন্ন ব্যক্তি, সংগঠনকর্মী।

তবে এর আগেই কড়া পুলিশি পাহারায় শনিবার সকাল ৭টা ২২ মিনিটে রেস্তোরাঁয় প্রবেশ করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি। শ্রদ্ধা নিবেদন শেষে ৭টা ২৮ মিনিটে তিনি বের হয়ে যান।

এরপর নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ফেরদৌসী প্রিয়ভাষিনী, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবীর, লেখক ও কলামিস্ট আনিসুল হকসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

এ সময় ওবায়দুল কাদের বলেন, জঙ্গিরা দুর্বল হলেও একেবারে নির্মূল হয়নি। তিনি আরও বলেন, জঙ্গিবাদ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। এটি হচ্ছে জাতির সামগ্রিক পদক্ষেপের একটি বিষয়। আমরা মনে করি, সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে দিনভর গণসংযোগ সুন্নীয়তের দাবি নিয়ে আসছি, মোমবাতিতে ভোট চাই -মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ 

শ্রদ্ধা ও ভালোবাসায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ !

আপডেট সময় : ১০:৫৩:৪১ পূর্বাহ্ণ, রবিবার, ২ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সেই জঙ্গি হামলার বছরপূর্তিতে শ্রদ্ধা এবং ভালোবাসায় নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।

গতকাল শনিবার ১ জুলাই ছিল সেই হামলার বর্ষপূর্তি। এ উপলক্ষে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় হলি আর্টিজান রেস্তোরাঁ। এরপর ফুল হাতে একের পর এক আসতে থাকেন বিভিন্ন ব্যক্তি, সংগঠনকর্মী।

তবে এর আগেই কড়া পুলিশি পাহারায় শনিবার সকাল ৭টা ২২ মিনিটে রেস্তোরাঁয় প্রবেশ করেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি। শ্রদ্ধা নিবেদন শেষে ৭টা ২৮ মিনিটে তিনি বের হয়ে যান।

এরপর নিহতদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, ফেরদৌসী প্রিয়ভাষিনী, ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবীর, লেখক ও কলামিস্ট আনিসুল হকসহ নানা শ্রেণি ও পেশার মানুষ।

এ সময় ওবায়দুল কাদের বলেন, জঙ্গিরা দুর্বল হলেও একেবারে নির্মূল হয়নি। তিনি আরও বলেন, জঙ্গিবাদ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে জঙ্গিবাদ নির্মূলে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, এটি কোনো একক ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। এটি হচ্ছে জাতির সামগ্রিক পদক্ষেপের একটি বিষয়। আমরা মনে করি, সংশ্লিষ্ট সকলের শুভ বুদ্ধির উদয় হবে।