নিউজ ডেস্ক:
ক্যালিফোর্নিয়ার থিম পার্ক ডিজনিল্যান্ডে টানা ২০০০ দিন অবস্থান করেছেন এক ‘ডিজনি পাগল’ ভক্তও। বিশ্বের সর্ববৃহৎ ও সবচেয়ে জনপ্রিয় এই বিনোদন প্রতিষ্ঠানটি ভক্তের অভাব নেই। বাচ্চারা তো বটেই, বুড়োরা পর্যন্ত ডিজনির বলতে অস্থির।
বৃহস্পতিবারই এই থিম পার্কে ভ্রমনের এক মাইলফলক গড়েছেন জেফ রিৎজ। ডিজনিল্যান্ড রিসোর্টের বার্ষিক পাস তার আনাগোনা রেকর্ড করছে ২০১২ সালের ১ জানুয়ারি থেকে।
থিম পার্কের এক মুখপাত্র জন ম্যামক্লিন্টক জানান, তার সম্পর্কে যে বিষটি জানি তা হলো, তিনি ডিজনিল্যান্ডকে দারুণ ভালোবাসেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি এ পার্কের কোন কোন জিনিসগুলো পছন্দ করেন। জবাবে প্রায় সবকিছুর কথাই তুলে ধরেন। পার্কের মিউজিক তার খুবই পছন্দের। এখানে এসে তিনি জীবনটাকে উপভোগ করেন।
ম্যামক্লিন্টক আরো জানান, রিৎজ এখন বুড়ো হয়ে গেছেন। তিনি বিমান বাহিনীর এক চৌকস কর্মকর্তা ছিলেন। কাজ শেষেই চলে আসেন ডিজনিল্যান্ডে। সেখানে কয়েক ঘণ্টা কাটিয়ে আবার চলে যান। সঙ্গে প্রায়ই বান্ধবী থাকে। তবে তার মতো প্রতিদিন আসেন না বান্ধবী। মাঝে মাঝে তো আসেনই। ডিজনিল্যান্ডের প্রতি এটা তার সত্যিকার ভালোবাসা, তাই নয় কি?
সূত্র : এনডিটিভি