শিরোনাম :
Logo দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা Logo জাকসু প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন  বাগছাসের জিএস প্রার্থীর Logo শ্রমিক দলের প্রধান উপদেষ্টার সুস্থতা ও ঝালকাঠি প্রেসক্লাব সভাপতির রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত Logo লস্কর সিনেমার গানে জীবন ওয়াসিফ ও শেরপুরের কলি সাহা Logo সিরাজগঞ্জে এতিমদের জমি দখলে প্রভাবশালীদের টানাটানি Logo চাঁদপুর বক্ষব্যাধি হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo সাংবাদিক কবির হোসেন মিজি সম্পাদিত ছোট কাগজ জানালা’র মোড়ক উন্মোচন Logo একসময়ের জনপ্রিয় বাউল শিল্পী সফিউল্লাহ এখন রিক্সা–সাইকেল মেকানিক Logo শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে: বদরুদ্দীন উমরের জবানবন্দি Logo ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব

কেউ শেখায়নি, নিজেই নামাজ শিখেছি : অপু !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৪:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, আমি এখন মুসলিম। নিয়মিতই নামাজ পড়ি, রোজা রাখি। তবে কেউ আমাকে রোজা রাখা ও নামাজ পড়া শেখায়নি। আমি নিজেই বই পড়ে পড়ে শিখেছি।

আজ বুধবার বিকেলে অপুর ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন ঢালিউডের এই নায়িকা।

অপু বলেন, আমি হলাম ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ‘দিদি’। বলা যায় দিদি নম্বর ওয়ান। এমনকি শ্বশুরবাড়ির অধিকাংশই ‘দিদি’ বলে ডাকে আমাকে। শাকিবের একজন ক্লোজ মানুষ আছে তার নাম মনির (শাকিবের চাচাত ভাই), সে আমাকে ভাবি না বলে ‘দিদি’ বলে ডাকে। এছাড়া আমার অন্য দেবররাও দিদি বলে ডাকে। আমি এই সম্বোধন বেশ এনজয় করি।

ফেসবুক লাইভে এসে আবারও চলচ্চিত্রে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে অপু বলেন, আমার স্বামী-সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার কাছে আরও একটি পরিবার। তাই একটি পরিবার ছেড়ে অন্য পরিবার নিয়ে আমি থাকতে পারব না। অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরব।

মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি ‘রাজনীতি’-এর প্রচারণায়। লাইভে তার সাথে ছিলেন ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতি দিয়ে আগামী ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে। এটি হতে যাচ্ছে অপু অভিনীত ৬৮তম চলচ্চিত্র। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, সাবেরি আলম, ডি জে সোহেল, চিকন আলী প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দূর্গা পূজা উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের মতবিনিময় সভা

কেউ শেখায়নি, নিজেই নামাজ শিখেছি : অপু !

আপডেট সময় : ১১:১৪:২২ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বলেছেন, আমি এখন মুসলিম। নিয়মিতই নামাজ পড়ি, রোজা রাখি। তবে কেউ আমাকে রোজা রাখা ও নামাজ পড়া শেখায়নি। আমি নিজেই বই পড়ে পড়ে শিখেছি।

আজ বুধবার বিকেলে অপুর ভেরিফায়েড ফেসবুক থেকে লাইভে এসে এসব কথা বলেন ঢালিউডের এই নায়িকা।

অপু বলেন, আমি হলাম ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ‘দিদি’। বলা যায় দিদি নম্বর ওয়ান। এমনকি শ্বশুরবাড়ির অধিকাংশই ‘দিদি’ বলে ডাকে আমাকে। শাকিবের একজন ক্লোজ মানুষ আছে তার নাম মনির (শাকিবের চাচাত ভাই), সে আমাকে ভাবি না বলে ‘দিদি’ বলে ডাকে। এছাড়া আমার অন্য দেবররাও দিদি বলে ডাকে। আমি এই সম্বোধন বেশ এনজয় করি।

ফেসবুক লাইভে এসে আবারও চলচ্চিত্রে ফেরার দৃঢ় আশাবাদ ব্যক্ত করে অপু বলেন, আমার স্বামী-সন্তান আমার একটা পরিবার এবং চলচ্চিত্র আমার কাছে আরও একটি পরিবার। তাই একটি পরিবার ছেড়ে অন্য পরিবার নিয়ে আমি থাকতে পারব না। অবশ্যই আমি চলচ্চিত্রে ফিরব।

মূলত অপু ফেসবুক লাইভে আসেন তার নতুন ছবি ‘রাজনীতি’-এর প্রচারণায়। লাইভে তার সাথে ছিলেন ছবিটির পরিচালক বুলবুল বিশ্বাস।

দীর্ঘ এক বছরেরও বেশি সময় বিরতি দিয়ে আগামী ঈদে অপু অভিনীত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পাচ্ছে। এটি হতে যাচ্ছে অপু অভিনীত ৬৮তম চলচ্চিত্র। বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে অপু ছাড়াও অভিনয় করেছেন শাকিব খান, আনিসুর রহমান মিলন, সাদেক বাচ্চু, সাবেরি আলম, ডি জে সোহেল, চিকন আলী প্রমুখ।