জনগণের প্রতি বিএনপির আস্থা নেই : নাসিম !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭
  • ৭৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই বলেই তারা বারবার সহায়ক সরকারের কথা বলছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয় তাদের জনগণের প্রতি আস্থা নেই। শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবে নির্বাচন কমিশন।

বিএনপিসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। একাদশ সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তাই আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

ঈদের পর বিএনপির আন্দোলন হবে অর্থহীন মন্তব্য করে নাসিম বলেন, বিএনপির অতীতের আন্দোলন এদেশের মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি ধমকিতে আওয়ামী লীগ ভয় পায় না।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে ইবিতে নবীনবরণ সম্পন্ন

জনগণের প্রতি বিএনপির আস্থা নেই : নাসিম !

আপডেট সময় : ১২:৪২:২১ অপরাহ্ণ, বুধবার, ১৪ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই বলেই তারা বারবার সহায়ক সরকারের কথা বলছে।

গতকাল মঙ্গলবার ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্যে প্রমাণিত হয় তাদের জনগণের প্রতি আস্থা নেই। শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরিচালনা করবে নির্বাচন কমিশন।

বিএনপিসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। একাদশ সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। তাই আন্দোলনের হুমকি না দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

ঈদের পর বিএনপির আন্দোলন হবে অর্থহীন মন্তব্য করে নাসিম বলেন, বিএনপির অতীতের আন্দোলন এদেশের মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনো হুমকি ধমকিতে আওয়ামী লীগ ভয় পায় না।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।