নিউজ ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল কলেজগেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলরুটে একটি মালবাহী টেনের বগি লাইনচ্যুতির ঘটনায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
টঙ্গী রেলজংশনের স্টেশন মাস্টার তহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর ৫টার দিকে ঢাকাগামী মালবাহী একটি ট্রেন পুবাইল কলেজগেট এলাকায় পৌঁছালে ওই ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলরুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।
স্টেশন মাস্টার তহুরুল ইসলাম আরো বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন রওয়ানা হয়েছে। রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিগুলো সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।