স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল লতিফ (৭০) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছে। নিহত লতিফ ফতেপুর গ্রামের কালু মিয়ার ছেলে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খালিশপুর-মহেশপুর সড়কের সাহেবদাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার ওসি আহম্মেদ কবির জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শাহেবদাড়ি এলাকায় একটি যাত্রী বাহী মিশুক ও মটরসাইকলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মিশুকের যাত্রী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল লতিফ মিশুক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়া তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, মিশকের অন্য যাত্রী ও মটরসাইকেল আরোহীদের আর কোন খোঁজ পাওয়া যায়নি।
শনিবার
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ