নিউজ ডেস্ক:
কোনো লঞ্চেই অতিরিক্ত যাত্রী উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। গতকাল সকালে মাদারীপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, এবারের ঈদে যাত্রীসেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদের ৩ দিন আগে ও পরের ৩ দিন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডাব্লিউটিএ, বিআইডাব্লিউটিসি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
নৌ-পরিবহনমন্ত্রী আরও বলেন, প্রতিটি লঞ্চে ধারণক্ষমতার বাইরে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। সে ব্যাপারে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।