শিরোনাম :
Logo গাজায় ফিলিস্তিনি ফুটবলার নিহত Logo টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু Logo আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় ফ্যাসিস্ট শিক্ষকরা এখনো কাপড় পরে হাঁটতে পারছে : রাবি ছাত্রদল সভাপতি Logo কুড়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি, কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo চর্যাপদ সাহিত্য একাডেমির আয়োজনে আড়ালে আবৃত গ্রন্থের পাঠ পর্যালোচনা Logo দুর্নীতির মামলায় বেরোবির সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেফতার Logo তেগুরিয়া শিশু বিদ্যানিকেতন এখন শিশু শিক্ষার আলোকবর্তিকা Logo কয়রা উপজেলা কৃষি কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo উচাং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা স্মারক পর্যালোচনা বৈঠক Logo ইবিতে হিন্দুধর্ম অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

আওয়ামী লীগের সদস্য সংগ্রহে সহায়তা করবে ছাত্রলীগ !

  • amzad khan
  • আপডেট সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭
  • ৭৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে তরুণদের ‘আওয়ামী লীগের সদস্য হতে’ উৎসাহিত করবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন তুলে ধরবে সংগঠনটি। এ লক্ষ্যেআজ  রবিবার থেকে দুই দিনব্যাপী বর্ধিত সভায় কেন্দ্রীয় ও ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের জয় এবং যুক্তরাজ্যের নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাঙালি তিনকন্যাকে শুভেচ্ছা জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে সার্বিক সহযোগিতা করা ছাড়াও ছাত্রলীগও সদস্য সংগ্রহ অভিযান শুরু করবে। গত দুই বছরে এ পর্যন্ত ৩৭টি জেলার সম্মেলন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আজ রবিবার ও সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে সকাল ৯টায় ছাত্রলীগের বর্ধিত ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করবে। বর্তমান কমিটির এটি দ্বিতীয় বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা গত বছর জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও নিয়মিত বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা করেছি। এবারও ১১ ও ১২ জুন আমাদের নিয়মিত এই প্রশিক্ষণ কর্মসূচি করবো। দুই দিনব্যাপী এই বর্ধিত সভায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত গতিশীল করার লক্ষে নেতা-কর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক পরামর্শ থাকবে। থাকবে একজন ছাত্রনেতার চারিত্রিক গঠন, ব্যক্তিত্ববোধ সৃষ্টিসহ নানা দিক নির্দেশনা।

তিনি বলেন, জাতির পিতার আদর্শের এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী হয়ে উঠবে একজন সুনাগরিক। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছেন, ছাত্রলীগই সেটা বিনির্মাণ করতে পারবে। ছাত্রলীগের প্রতি যেমনি জাতির পিতার আস্থা ছিল, তেমনি ছাত্রলীগও জাতির পিতার প্রধান সিপাহসালারের ভূমিকায় ছিল। একইভাবে এখনও শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত।

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে তরুণ ভোটারদের টার্গেট করা হয়েছে, এক্ষেত্রে তরুণদের আওয়ামী লীগে টানতে ছাত্রলীগ কিভাবে সহায়তা করবে এবং বর্ধিত সভায় সে নির্দেশনা থাকবে কিনা জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ”২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ডিজিটাল বাংলাদেশ রূপকার দেশরত্ম শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তরুণরা নৌকা মার্কায় ভোট দিয়েছিল। একই ধারাবাহিকতা ২০১৪ সালেও ভোট দিয়েছেন। বর্তমান সরকার তরুণদের কর্মসংস্থান করে দিচ্ছে। শিক্ষায় সবোর্চ্চ বরাদ্ধ দেওয়া হচ্ছে। কাজেই তরুণরাই আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”

তিনি বলেন, ১৮ বছর হলেই ভোটার হয়। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ রাজনীতিতে সক্রিয় না হলেও স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন। এসব মানুষদের আমরা আওয়ামী লীগে সদস্য করতে সহায়তা করবো। বর্ধিত সভায় সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করতে দিক-নির্দেশনা দেওয়া হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ যেমন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করছে, আমরাও সদস্য সংগ্রহ করবো। আগামীকাল বর্ধিত সভায় সেসব বিষয়গুলো থাকবে। একই সঙ্গে শিক্ষাসহ সরকারের গৃহীত উন্নয়ন এবং বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যা যা করা দরকার তা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আবদুল বাছেদ গালিব, নুসরাত জাহান নুপুর, আদিত্য নন্দী, মাকসুদ রানা মিঠু, মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, চন্দ্র শেখর মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ দফতর সম্পাদক গোলাম মোস্তফা, উপ স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূর এ আলম আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

আওয়ামী লীগের সদস্য সংগ্রহে সহায়তা করবে ছাত্রলীগ !

আপডেট সময় : ১০:২৯:০১ পূর্বাহ্ণ, রবিবার, ১১ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে তরুণদের ‘আওয়ামী লীগের সদস্য হতে’ উৎসাহিত করবে বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন তুলে ধরবে সংগঠনটি। এ লক্ষ্যেআজ  রবিবার থেকে দুই দিনব্যাপী বর্ধিত সভায় কেন্দ্রীয় ও ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের শুরুতেই নিউজিল্যান্ডের বিপক্ষে বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের জয় এবং যুক্তরাজ্যের নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকসহ বাঙালি তিনকন্যাকে শুভেচ্ছা জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে সার্বিক সহযোগিতা করা ছাড়াও ছাত্রলীগও সদস্য সংগ্রহ অভিযান শুরু করবে। গত দুই বছরে এ পর্যন্ত ৩৭টি জেলার সম্মেলন করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আজ রবিবার ও সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে সকাল ৯টায় ছাত্রলীগের বর্ধিত ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করবেন। এতে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ১০৯টি জেলা ইউনিটের সভাপতি-সম্পাদকদের নিয়ে বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ করবে। বর্তমান কমিটির এটি দ্বিতীয় বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা।

লিখিত বক্তব্যে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেন, আমরা গত বছর জঙ্গিবাদের বিরুদ্ধে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যস্ততা সত্ত্বেও নিয়মিত বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা করেছি। এবারও ১১ ও ১২ জুন আমাদের নিয়মিত এই প্রশিক্ষণ কর্মসূচি করবো। দুই দিনব্যাপী এই বর্ধিত সভায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত গতিশীল করার লক্ষে নেতা-কর্মীদের প্রতি দিক নির্দেশনামূলক পরামর্শ থাকবে। থাকবে একজন ছাত্রনেতার চারিত্রিক গঠন, ব্যক্তিত্ববোধ সৃষ্টিসহ নানা দিক নির্দেশনা।

তিনি বলেন, জাতির পিতার আদর্শের এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী হয়ে উঠবে একজন সুনাগরিক। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছেন, ছাত্রলীগই সেটা বিনির্মাণ করতে পারবে। ছাত্রলীগের প্রতি যেমনি জাতির পিতার আস্থা ছিল, তেমনি ছাত্রলীগও জাতির পিতার প্রধান সিপাহসালারের ভূমিকায় ছিল। একইভাবে এখনও শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে বিজয় সুনিশ্চিত করতে এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী প্রস্তুত।

আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানে তরুণ ভোটারদের টার্গেট করা হয়েছে, এক্ষেত্রে তরুণদের আওয়ামী লীগে টানতে ছাত্রলীগ কিভাবে সহায়তা করবে এবং বর্ধিত সভায় সে নির্দেশনা থাকবে কিনা জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ”২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ডিজিটাল বাংলাদেশ রূপকার দেশরত্ম শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তরুণরা নৌকা মার্কায় ভোট দিয়েছিল। একই ধারাবাহিকতা ২০১৪ সালেও ভোট দিয়েছেন। বর্তমান সরকার তরুণদের কর্মসংস্থান করে দিচ্ছে। শিক্ষায় সবোর্চ্চ বরাদ্ধ দেওয়া হচ্ছে। কাজেই তরুণরাই আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ”

তিনি বলেন, ১৮ বছর হলেই ভোটার হয়। অনেকেই ছাত্রলীগের সঙ্গে যুক্ত। আবার কেউ কেউ রাজনীতিতে সক্রিয় না হলেও স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন। এসব মানুষদের আমরা আওয়ামী লীগে সদস্য করতে সহায়তা করবো। বর্ধিত সভায় সরকারের উন্নয়ন প্রচারের পাশাপাশি ভোটারদের আকৃষ্ট করতে দিক-নির্দেশনা দেওয়া হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আওয়ামী লীগ যেমন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করছে, আমরাও সদস্য সংগ্রহ করবো। আগামীকাল বর্ধিত সভায় সেসব বিষয়গুলো থাকবে। একই সঙ্গে শিক্ষাসহ সরকারের গৃহীত উন্নয়ন এবং বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরে একাদশ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে যা যা করা দরকার তা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, আবদুল বাছেদ গালিব, নুসরাত জাহান নুপুর, আদিত্য নন্দী, মাকসুদ রানা মিঠু, মেহেদী হাসান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার মো. নিজামুল ইসলাম, চন্দ্র শেখর মন্ডল, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক ইমরান খান, প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ দফতর সম্পাদক গোলাম মোস্তফা, উপ স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ আরাফাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূর এ আলম আশিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।