শিরোনাম :
Logo রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী Logo ইবিতে রিপোর্টার্স ইউনিটির কমিটিতে নতুন নেতৃত্ব Logo অন্যায়ের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স ;বেরোবি উপাচার্য Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে পাবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন Logo খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৫ এর কমিশন গঠন ও তফসিল ঘোষণা Logo কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন Logo কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন—ইবি শিক্ষার্থীদের একাত্মতা Logo জাবিতে “সংগ্রামের শত রঙ” নামে জুলাই-বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী Logo শ্রীবরদীতে এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল Logo আমরণ অনশনে বসেছেন হাবিপ্রবি শিক্ষার্থী কুয়েট ভিসির পদত্যাগের দাবি

ফ্যাশনেবল ব্যাগে লুকানো ওয়াইন !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৩২:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ওয়াইনপ্রেমী নারীদের জন্য বড় এক সুখবর নিয়ে আসল অ্যারিজোনাভিত্তিক কোম্পানি ‘বেল্লা ভিটা’।
কোম্পানিটি মহিলাদের ফ্যাশন অনুষঙ্গ হিসেবে এমন ধরনের ব্যাগ তৈরি করেছে, যাতে রয়েছে অ্যালকোহল রাখার জন্য আলাদা একটি চেম্বার।

‘বেল্লা ভিটা পার্স’ নামক এই ব্যাগে দুই বোতল পরিমান (১.৫ লিটার) অ্যালকোহল অনায়াসেই বহন করা যাবে এবং যেকোনো সময় যেকোনো অবস্থাতেই তা শুধুমাত্র ব্যাগের বাইরে থাকা ট্যাপ চেপে ঢেলে পান করা যাবে।

মূলত সেসব মহিলাদের জন্যই এই ব্যাগটি তৈরি করা হয়েছে যারা ফ্যাশন বজায় রাখার পাশাপাশি দ্রুত চতুরতার সঙ্গে ওয়ানইন পানের কাজটি করতে চান। মহিলাদের ভ্রাম্যমান পার্টি করার ক্ষেত্রে এই ব্যাগটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে দাবী করা হয়েছে। ব্যাগটি কিনতে খরচ পড়বে ৭৭ ডলার।

এই ব্যতিক্রম ব্যাগটির ডিজাইন করেছেন বেল্লা ভিটার সহ-প্রতিষ্ঠাতা গুনার হ্যামারবেক ও মারিসা চীনা।

৪৬ বছর বয়সী মারিসা চীনা বলেন, ‘আমরা এর আগেও এরকম কিছু ব্যাগ দেখেছি যার অভ্যন্তরীণ ভাগ অনেক শীতল থাকে এবং তরল পদার্থ বহন করার জন্য আলাদা বোতল ও থাকে। কিন্তু আমরা এমন একটি ব্যাগ ডিজাইন করতে চেয়েছিলাম যা ভিতরে এবং বাইরে- উভয় দিক দিয়েই সুন্দর এবং ফ্যাশনেবল হবে, যেকোনো জায়গায় সহজে বহন করা যাবে এবং অতিরিক্ত সুবিধা হিসেবে এতে দুই বোতল পরিমান অ্যালকোহল ও যেন বহন করা যায়।’

তিনি আরো বলেন, আসলে ওয়াইন বন্ধুদের সঙ্গে ভাগ করার মতো একটি সামাজিক অনুষঙ্গ, তাই এক বোতল যথেষ্ট নয়। আর প্যাকেটসহ ওয়াইনের বোতল খুব বড় এবং ওজনেও ভারী।’

অ্যারিজোনাভিত্তিক এই কোম্পানি ওয়াইন এবং অন্যান্য পানীয়ের জন্য গিফট প্যাকেট তৈরি করে থাকে। ওয়াইন পার্স তাদের ডিজাইনকৃত পণ্যের সর্বশেষ সংস্করণ। এই ব্যাগ যেমন যখন খুশি তখন ওয়াইন পানের সুবিধা দেবে তেমনি ফ্যাশনেবল ব্যাগ হিসেবেও দৃষ্টি কাড়বে। বর্তমানে ইউরোপের বাজারে এই ব্যাগটি ছাড়া হয়েছে।

তথ্যসূত্র : ডেইলি মেইল

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

রেজিস্ট্রারের কাছে অভিযোগ দিতে যেয়ে হেনস্তার শিকার জবি শিক্ষার্থী

ফ্যাশনেবল ব্যাগে লুকানো ওয়াইন !

আপডেট সময় : ১১:৩২:১৩ পূর্বাহ্ণ, বুধবার, ৭ জুন ২০১৭

নিউজ ডেস্ক:

ওয়াইনপ্রেমী নারীদের জন্য বড় এক সুখবর নিয়ে আসল অ্যারিজোনাভিত্তিক কোম্পানি ‘বেল্লা ভিটা’।
কোম্পানিটি মহিলাদের ফ্যাশন অনুষঙ্গ হিসেবে এমন ধরনের ব্যাগ তৈরি করেছে, যাতে রয়েছে অ্যালকোহল রাখার জন্য আলাদা একটি চেম্বার।

‘বেল্লা ভিটা পার্স’ নামক এই ব্যাগে দুই বোতল পরিমান (১.৫ লিটার) অ্যালকোহল অনায়াসেই বহন করা যাবে এবং যেকোনো সময় যেকোনো অবস্থাতেই তা শুধুমাত্র ব্যাগের বাইরে থাকা ট্যাপ চেপে ঢেলে পান করা যাবে।

মূলত সেসব মহিলাদের জন্যই এই ব্যাগটি তৈরি করা হয়েছে যারা ফ্যাশন বজায় রাখার পাশাপাশি দ্রুত চতুরতার সঙ্গে ওয়ানইন পানের কাজটি করতে চান। মহিলাদের ভ্রাম্যমান পার্টি করার ক্ষেত্রে এই ব্যাগটি খুবই সহায়ক ভূমিকা পালন করবে বলে দাবী করা হয়েছে। ব্যাগটি কিনতে খরচ পড়বে ৭৭ ডলার।

এই ব্যতিক্রম ব্যাগটির ডিজাইন করেছেন বেল্লা ভিটার সহ-প্রতিষ্ঠাতা গুনার হ্যামারবেক ও মারিসা চীনা।

৪৬ বছর বয়সী মারিসা চীনা বলেন, ‘আমরা এর আগেও এরকম কিছু ব্যাগ দেখেছি যার অভ্যন্তরীণ ভাগ অনেক শীতল থাকে এবং তরল পদার্থ বহন করার জন্য আলাদা বোতল ও থাকে। কিন্তু আমরা এমন একটি ব্যাগ ডিজাইন করতে চেয়েছিলাম যা ভিতরে এবং বাইরে- উভয় দিক দিয়েই সুন্দর এবং ফ্যাশনেবল হবে, যেকোনো জায়গায় সহজে বহন করা যাবে এবং অতিরিক্ত সুবিধা হিসেবে এতে দুই বোতল পরিমান অ্যালকোহল ও যেন বহন করা যায়।’

তিনি আরো বলেন, আসলে ওয়াইন বন্ধুদের সঙ্গে ভাগ করার মতো একটি সামাজিক অনুষঙ্গ, তাই এক বোতল যথেষ্ট নয়। আর প্যাকেটসহ ওয়াইনের বোতল খুব বড় এবং ওজনেও ভারী।’

অ্যারিজোনাভিত্তিক এই কোম্পানি ওয়াইন এবং অন্যান্য পানীয়ের জন্য গিফট প্যাকেট তৈরি করে থাকে। ওয়াইন পার্স তাদের ডিজাইনকৃত পণ্যের সর্বশেষ সংস্করণ। এই ব্যাগ যেমন যখন খুশি তখন ওয়াইন পানের সুবিধা দেবে তেমনি ফ্যাশনেবল ব্যাগ হিসেবেও দৃষ্টি কাড়বে। বর্তমানে ইউরোপের বাজারে এই ব্যাগটি ছাড়া হয়েছে।

তথ্যসূত্র : ডেইলি মেইল