-প্রতিমন্ত্রী পলক, জেলা বিএনপি ও জামায়াতের শোক
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের সিংড়া শহর বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব) এর মহাসচিব শামিম আল রাজি’র পিতা অবসর প্রাপ্ত সরকারি ডাক্তার আলহাজ মাহতাব উদ্দিন (৮৪) মৃত্যু বরণ করেছেন। (ইন্না লিল্লাহে ——রাজিউন)।
শনিবার (৩রা জুন) সকাল ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বিকেল ৫টায় সিংড়া কোর্ট মাঠে জানাজা শেষে দমদমা আল জামিয়াতুল কোরআনিয়া মাদ্রাসা কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় সাংসদ আইসিটি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমেদ পলক, সাবেক ভূমি উপ-মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক, সিনিয়র সহ-সভাপতি সাবেক এম.পি কাজী গোলাম মোর্শেদ, জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল-উজ্জামান, সেক্রেটারী ড.নুরুল ইসলাম, সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাড. আলী আজগর খান, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক দাউদার মাহমুদ, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আমানুল্লাহ, সেক্রেটারী অধ্যাপক এনতাজ আলী, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, সাধারন সম্পাদক রাজু আহমেদ সহ বিভিন্ন সামাজিক সংগঠন নিহতের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
















































