স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ কালীগঞ্জ সড়কের খয়েরতলা কোল্ড স্টোরেজের সামনে বালুবাহী ট্রাক চাপায় রাজ্জাক হোসেন (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাজ্জাক এর বাড়ি কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর গ্রামে। তিনি কালীগঞ্জ খয়েরতলা গ্রামের ইউনিভার্সাল পোল্টি হ্যাচারিতে নৈশ প্রহরির কাজ করতেন। রাজ্জাক হোসেন সাইকেল চালিয়ে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলো। খয়েরতলা কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ সময় ট্রাক চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়েছে।

























































