আইফোন ৮ এর সম্ভাব্য ফিচারসমূহ ফাঁস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:১৬:১০ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

চলতি বছর আইফোনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের আইফোন ৮ ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে নানা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে কিছু তথ্য ফাঁসও হয়েছে। আর ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের ১৭ তারিখ এক ইভেন্টে প্রতিষ্ঠানটি আইফোন ৮ উন্মুক্ত করবে।

এ ব্যাপারে, বেশ কিছু ওয়েবসাইটে বলা হচ্ছে এই ফোনটি ব্যয়বহুল হবে। তবে ফোর্বস এর প্রতিবেদনে বলা হচ্ছে আইফোন ৮ হবে বেজেললেস ডিজাইন। আবার ম্যাকরিউমারে বলা হয়েছে আইফোনের ৮ এর কিছু প্রত্যাশিত ফিচারের কথা। সেগুলো হলো-

১. তারহীন চার্জিং ব্যবস্থা
২. দ্রুতগতির এ১১ প্রসেসর
৩. ক্যামেরা
৪. ৫.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে
৫. কোনো হোম বাটন নেই
৬. গ্লাস বডি
৭. তিনটি মডেল- একটি ওএলইডি এবং দুটি স্ট্যান্ডার্ড
৮. ডিসপ্লেতেই টাচ আইডি
৯. এজ-টু-এজ ডিসপ্লে

প্রসঙ্গত, বরাবরের মতো অ্যাপল তাদের নতুন আইফোন নিয়ে কোনো মন্তব্যই করেনি।

সূত্র: ম্যাক রিউমারস, সিনেট

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইফোন ৮ এর সম্ভাব্য ফিচারসমূহ ফাঁস !

আপডেট সময় : ০৪:১৬:১০ অপরাহ্ণ, সোমবার, ২৯ মে ২০১৭

নিউজ ডেস্ক:

চলতি বছর আইফোনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি তাদের আইফোন ৮ ফোনের সফটওয়্যার এবং হার্ডওয়্যারে বড় পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে নানা প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটে কিছু তথ্য ফাঁসও হয়েছে। আর ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের ১৭ তারিখ এক ইভেন্টে প্রতিষ্ঠানটি আইফোন ৮ উন্মুক্ত করবে।

এ ব্যাপারে, বেশ কিছু ওয়েবসাইটে বলা হচ্ছে এই ফোনটি ব্যয়বহুল হবে। তবে ফোর্বস এর প্রতিবেদনে বলা হচ্ছে আইফোন ৮ হবে বেজেললেস ডিজাইন। আবার ম্যাকরিউমারে বলা হয়েছে আইফোনের ৮ এর কিছু প্রত্যাশিত ফিচারের কথা। সেগুলো হলো-

১. তারহীন চার্জিং ব্যবস্থা
২. দ্রুতগতির এ১১ প্রসেসর
৩. ক্যামেরা
৪. ৫.৮ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে
৫. কোনো হোম বাটন নেই
৬. গ্লাস বডি
৭. তিনটি মডেল- একটি ওএলইডি এবং দুটি স্ট্যান্ডার্ড
৮. ডিসপ্লেতেই টাচ আইডি
৯. এজ-টু-এজ ডিসপ্লে

প্রসঙ্গত, বরাবরের মতো অ্যাপল তাদের নতুন আইফোন নিয়ে কোনো মন্তব্যই করেনি।

সূত্র: ম্যাক রিউমারস, সিনেট