শিরোনাম :

ট্রাক ধর্মঘটে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যভর্তি ৪শ’ ট্রাক আটকা !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৭৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মহাসড়ক ও সড়কে পুলিশের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরবঙ্গে পণ্যবাহী যানবাহন ধর্মঘটের ফলে সোনামসজিদ স্থল বন্দরে পণ্য ভর্তি প্রায় চারশ’ ট্রাক আটকা পড়েছে। এদিকে উত্তরবঙ্গ ট্রাক-লরি-কাভার্ডভ্যান-পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকা এ ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়ার ঘোষণা খবর শুনে আমদানি-রপ্তানিকারকেরা হতাশ হয়ে পড়েছেন। বন্দরে আটকা পড়া বিভিন্ন কাঁচামাল, সবজি নষ্ট হবার আশঙ্কা করছেন তারা।

এদিকে ধর্মঘটের ফলে গত রবিবার স্থল বন্দরের পানামা ইয়ার্ডের ভিতরে ৫০টি পিঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাক আটকা পড়ে বলে টিপু সুলতান নামে এক কর্মকর্তা জানান। তিনি আরও জানান, সোমবার বিকেল সোয়া ৪ টা পর্যন্ত পিঁয়াজ ভর্তি আরো ১০০টি ভারতীয় ট্রাক পানামা ইয়ার্ডের ভিতরে প্রবেশ করেছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪শ’ পণ্য ভর্তি ট্রাক আটকা পড়েছে।

এ ব্যাপারে সোনামসজিদ স্থল বন্দরের দায়িত্বরত সহকারী কমিশনার (কাষ্টমস) সাইদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ভারত থেকে আমদানিকৃত কাঁচা পণ্যসহ অন্যান্য পণ্য ভর্তি ট্রাক আটকা পড়ার কথা স্বীকার করেন। অন্যদিকে, সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রের কর্মচারী ইলিয়াস জানান, কর্মবিরতি ঘোষণার পর থেকেই স্থল বন্দর এলাকায় কোনো বাংলা ট্রাক নেই। সব ট্রাক পার্কিং কেন্দ্রের ভেতরে রয়েছে।

পিঁয়াজ আমদানিকারক নূর মোহাম্মদ জানান, একদিকে ট্রাক ধর্মঘট, অন্যদিকে প্রচন্ড দাবদাহ, পানামা ইয়ার্ডের ভেতরে আটকে পড়া পিঁয়াজ ৫০ ভাগ নষ্ট হয়ে যেতে পারে।
পাথর আমদানিকারকরা জানান, ট্রাক ধর্মঘটের কারণে বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুবকদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা-কয়রায় প্রশিক্ষণ সংলাপ 

ট্রাক ধর্মঘটে সোনামসজিদ স্থলবন্দরে পণ্যভর্তি ৪শ’ ট্রাক আটকা !

আপডেট সময় : ১১:১৬:৫৭ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

মহাসড়ক ও সড়কে পুলিশের হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে উত্তরবঙ্গে পণ্যবাহী যানবাহন ধর্মঘটের ফলে সোনামসজিদ স্থল বন্দরে পণ্য ভর্তি প্রায় চারশ’ ট্রাক আটকা পড়েছে। এদিকে উত্তরবঙ্গ ট্রাক-লরি-কাভার্ডভ্যান-পিকআপ মালিক-শ্রমিক ঐক্যপরিষদের ডাকা এ ধর্মঘট আরও ২৪ ঘণ্টা বাড়ার ঘোষণা খবর শুনে আমদানি-রপ্তানিকারকেরা হতাশ হয়ে পড়েছেন। বন্দরে আটকা পড়া বিভিন্ন কাঁচামাল, সবজি নষ্ট হবার আশঙ্কা করছেন তারা।

এদিকে ধর্মঘটের ফলে গত রবিবার স্থল বন্দরের পানামা ইয়ার্ডের ভিতরে ৫০টি পিঁয়াজ ভর্তি ভারতীয় ট্রাক আটকা পড়ে বলে টিপু সুলতান নামে এক কর্মকর্তা জানান। তিনি আরও জানান, সোমবার বিকেল সোয়া ৪ টা পর্যন্ত পিঁয়াজ ভর্তি আরো ১০০টি ভারতীয় ট্রাক পানামা ইয়ার্ডের ভিতরে প্রবেশ করেছে। সব মিলিয়ে প্রায় সাড়ে ৪শ’ পণ্য ভর্তি ট্রাক আটকা পড়েছে।

এ ব্যাপারে সোনামসজিদ স্থল বন্দরের দায়িত্বরত সহকারী কমিশনার (কাষ্টমস) সাইদুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি ভারত থেকে আমদানিকৃত কাঁচা পণ্যসহ অন্যান্য পণ্য ভর্তি ট্রাক আটকা পড়ার কথা স্বীকার করেন। অন্যদিকে, সোনামসজিদ ট্রাক পার্কিং কেন্দ্রের কর্মচারী ইলিয়াস জানান, কর্মবিরতি ঘোষণার পর থেকেই স্থল বন্দর এলাকায় কোনো বাংলা ট্রাক নেই। সব ট্রাক পার্কিং কেন্দ্রের ভেতরে রয়েছে।

পিঁয়াজ আমদানিকারক নূর মোহাম্মদ জানান, একদিকে ট্রাক ধর্মঘট, অন্যদিকে প্রচন্ড দাবদাহ, পানামা ইয়ার্ডের ভেতরে আটকে পড়া পিঁয়াজ ৫০ ভাগ নষ্ট হয়ে যেতে পারে।
পাথর আমদানিকারকরা জানান, ট্রাক ধর্মঘটের কারণে বিভিন্ন প্রকল্পে পাথর সরবরাহ করা সম্ভব হচ্ছে না।