নিউজ ডেস্ক:
আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রিয়াদে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বলরুমে গতকাল রবিবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের প্রধানের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলাচনা হয় বলে সম্মেলন শেষে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।
তিনি আরও বলেন, মালয়েশিয়া ছাড়াও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমোমালি রাখমনের সঙ্গে একান্তে বৈঠক করেন শেখ হাসিনা।
শহীদুল আরও জানান, আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসার ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প।