মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ২২মে ॥ পূণাঙ্গ উৎসব ভাতা, নন-এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতিয়করণের দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। গতকার সোমবার সকাল ১১ টার সময় জেলা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনের নেতৃত্ব দেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান টিপু।
এসময় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রিগান, পৌর ড্রিগী কলেজের অধ্যক্ষ একরামুল আজীম, আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান মিক্ষক মাহাবুব আলম, প্রধান শিক্ষক মিয়ারুল ইসলামসহ জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষীকা ও কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামীতে আরোও কঠোর কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে।
শুক্রবার
১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ