বুধবার | ২১ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার Logo ভেঙ্গে পরেছে পলাশবাড়ী উপজেলার প্রশাসনিক ব্যবস্থা! কর্মস্থলে নেই কর্মকর্তারা!জন সেবায় চরম ভোগান্তি Logo চাঁদপুরে মহাসড়ক দখল করে বেপরোয়া অবৈধ বালু ব্যবসা: বিপর্যস্ত জনজীবন Logo হিন্দু-মুসলিম-খ্রিষ্টান এক কাতারে—৫ নং ওয়ার্ডে ৮ দফা ও ফ্যামিলি কার্ড আলোচনা Logo চাঁদপুরে ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা Logo খুবিতে নাগরিক সচেতনতা ও তথ্য যাচাই শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo পলাশবাড়ীতে পিতার দায়েরকৃত মামলায় কুলাঙ্গার সন্তান গ্রেফতার Logo গণভোট ২০২৬ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরে অবহিতকরণ সভা Logo শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা  Logo মোটরসাইকেল দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

মন্দিরে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা কুমির, অতঃপর…!

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৬:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭
  • ৮০২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মন্দিরে ভক্তদের সমাগম লেগেই থাকবে এটাই স্বাভাবিক। ঈশ্বরের দরবার সকলের জন্যই অবারিত দ্বারা। কিন্তু সাতসকালে যে এমন দৃশ্য দেখবেন মন্দির চত্বরে তা কল্পনাও করতে পারেননি ভারতের কর্নাটকের বাগালকোট গ্রামের পুরোহিত।

সকালে মন্দিরে যেয়েই তিনি দেখলেন মন্দিরের ভিতরে আশ্রয় নিয়েছে একটি কুমির। লম্বায় প্রায় ১২ ফুট তো হবেই। তার চেয়ে বেশিও হতে পারে। নিজের বিশাল দেহ নিয়ে মন্দিরের ভিতরে অবাধে বিচরণ করছে সে। এমন দৃশ্য দেখেই চমকে ওঠেন পুরোহিত। মন্দিরে সকলের প্রবেশের অনুমতি রয়েছে বটে, কিন্তু তা বলে এমন ভয়ানক ভক্তকে আশা করেননি তিনি। প্রাণ বাঁচলে তবেই না সবকিছু বাঁচবে। তাই তড়িঘড়ি গ্রামের মানুষদের খবর দেন পুরোহিত ।

এরপর সবাই মিলে দড়ি দিয়ে তাকে বাঁধার চেষ্টা করেন। যাতে পথ হারানো অযাচিত পথিকটিকে সঠিক দিশা দেখানো যায়। কিন্তু প্রথমে কিছুতেই বশে আনা যাচ্ছিল না বিশাল প্রাণীটিকে। শেষে কোনওভাবে তাকে আয়ত্তে আনা যায়। অতি কষ্টে তুলে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে জঙ্গলের ভিতর ছেড়ে দেওয়া হয়।

ভারতের বাগালকোট গ্রামে কুমির আসা অবশ্য কোনও নতুন ঘটনা নয়। কিন্তু ইদানীং কুমিরের উৎপাত ভীষণই বেড়ে গেছে। এর জন্য অবশ্য প্রাণীগুলির কোনও দোষ নেই। সবই প্রকৃতির রুদ্ররূপের ফলাফল। আসলে চলতি মৌসুমে বৃষ্টির হার খুবই কম। তার উপরে তীব্র দাবদাহে এলাকার পুকুর, নদী-নালা সবই প্রায় শুকিয়ে কাঠ। তাই গরমের জ্বালা সইতে না পেরে বারবার লোকালয়ে চলে আসছে অবোধ প্রাণীগুলি। এতদিন খেতে-খামারে, বাড়ির ভেতরে পর্যন্ত কুমির ঢোকার ঘটনা ঘটেছে। এই প্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলল কোন কুমির।

গ্রামবাসীরা অবশ্য প্রতিবারই প্রাণীগুলিকে বাঁচিয়ে প্রকৃতির মাঝেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে হননি। এই কুমিরটিকে নিরাপদ স্থানে পাঠাতে পেরে খুশি তারা। তবে কুমিরের এই বারবার লোকালয়ে আসা নিয়েও বেশ চিন্তিুত সকলে। স্থানীয় প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলীর দুই সহযোগী গ্রেফতার

মন্দিরে ঢুকে পড়ল ১২ ফুট লম্বা কুমির, অতঃপর…!

আপডেট সময় : ১১:৫৬:০৩ পূর্বাহ্ণ, সোমবার, ২২ মে ২০১৭

নিউজ ডেস্ক:

মন্দিরে ভক্তদের সমাগম লেগেই থাকবে এটাই স্বাভাবিক। ঈশ্বরের দরবার সকলের জন্যই অবারিত দ্বারা। কিন্তু সাতসকালে যে এমন দৃশ্য দেখবেন মন্দির চত্বরে তা কল্পনাও করতে পারেননি ভারতের কর্নাটকের বাগালকোট গ্রামের পুরোহিত।

সকালে মন্দিরে যেয়েই তিনি দেখলেন মন্দিরের ভিতরে আশ্রয় নিয়েছে একটি কুমির। লম্বায় প্রায় ১২ ফুট তো হবেই। তার চেয়ে বেশিও হতে পারে। নিজের বিশাল দেহ নিয়ে মন্দিরের ভিতরে অবাধে বিচরণ করছে সে। এমন দৃশ্য দেখেই চমকে ওঠেন পুরোহিত। মন্দিরে সকলের প্রবেশের অনুমতি রয়েছে বটে, কিন্তু তা বলে এমন ভয়ানক ভক্তকে আশা করেননি তিনি। প্রাণ বাঁচলে তবেই না সবকিছু বাঁচবে। তাই তড়িঘড়ি গ্রামের মানুষদের খবর দেন পুরোহিত ।

এরপর সবাই মিলে দড়ি দিয়ে তাকে বাঁধার চেষ্টা করেন। যাতে পথ হারানো অযাচিত পথিকটিকে সঠিক দিশা দেখানো যায়। কিন্তু প্রথমে কিছুতেই বশে আনা যাচ্ছিল না বিশাল প্রাণীটিকে। শেষে কোনওভাবে তাকে আয়ত্তে আনা যায়। অতি কষ্টে তুলে নিয়ে গিয়ে নিরাপদ স্থানে জঙ্গলের ভিতর ছেড়ে দেওয়া হয়।

ভারতের বাগালকোট গ্রামে কুমির আসা অবশ্য কোনও নতুন ঘটনা নয়। কিন্তু ইদানীং কুমিরের উৎপাত ভীষণই বেড়ে গেছে। এর জন্য অবশ্য প্রাণীগুলির কোনও দোষ নেই। সবই প্রকৃতির রুদ্ররূপের ফলাফল। আসলে চলতি মৌসুমে বৃষ্টির হার খুবই কম। তার উপরে তীব্র দাবদাহে এলাকার পুকুর, নদী-নালা সবই প্রায় শুকিয়ে কাঠ। তাই গরমের জ্বালা সইতে না পেরে বারবার লোকালয়ে চলে আসছে অবোধ প্রাণীগুলি। এতদিন খেতে-খামারে, বাড়ির ভেতরে পর্যন্ত কুমির ঢোকার ঘটনা ঘটেছে। এই প্রথম মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলল কোন কুমির।

গ্রামবাসীরা অবশ্য প্রতিবারই প্রাণীগুলিকে বাঁচিয়ে প্রকৃতির মাঝেই ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিছু ক্ষেত্রে সফল হয়েছেন, কিছু ক্ষেত্রে হননি। এই কুমিরটিকে নিরাপদ স্থানে পাঠাতে পেরে খুশি তারা। তবে কুমিরের এই বারবার লোকালয়ে আসা নিয়েও বেশ চিন্তিুত সকলে। স্থানীয় প্রশাসনকে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।