নিউজ ডেস্ক:
নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতরে অবস্থান করা যুবকদের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং তারা আত্মসমর্পণ করবে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার সকালে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।
মুফতি মাহমুদ জানান, বাড়ির ভেতরে থাকা যুবকরা আত্মসমপর্ণ করতে চেয়েছেন। তারা আত্মসমপর্ণ করার পর র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল পরবর্তী পদক্ষেপ নেবে।
জঙ্গি আস্তানা সন্দেহে শনিবার বিকেল থেকে গাবতলী উত্তরপাড়া এলাকার বাড়িটি ঘিরে রাখে র্যাব-১১-এর একটি দল। সেখানে পুলিশ সদস্যরাও আছেন।