এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর জেলা বিএনপি’র আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক উদ্বোধন করে বলেছেন, বিএনপি’র নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু’র সভাপতিত্বে ত্রির্বাষিক সম্মেলনে পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ আসগর আলী মাষ্টারের হাস্কিংমিল চাতালে মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি’র ত্রির্বাষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নেতাকর্মীদের প্রতি তিনি এ আহবান জানান।
বিশেষ অতিথি ছিলেন যুগ্ন আহবায়ক মাহবুব আহম্মেদ, যুগ্ন আহবায়ক খালেকুজ্জামান বাবু, লুৎফর রহমান মিন্টু, আক্তারুজ্জামান মিঞা, রেজিনা ইসলাম, এ্যাড মোফাজ্জল হোসেন, হাসানুজ্জামান উজ্জল, এ্যাড আনিছুর রহমান, মোকাররম হোসেন, বখতিয়ার আহম্মেদ কচি, আখতারুজ্জামান জুয়েল, জাহাঙ্গীর আলম, মোস্তফা কামাল মিলন, উপজেলা বিএনপি’র সহঃ সভাপতি এরশাদুল হক, নির্বাহী সদস্য সাদেকুল ইসলাম সাদেক, বীরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার ও অন্যরা বক্তব্য রাখেন।
এ ছাড়াও ছাত্রদলের সভাপতি মোজাহিদুল ইসলাম মাজু, সাধারন সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কৃষক দলের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান, সাধারন সম্পাদক আব্দুল লতিফ আহাম্মেদ, যুব দলের সভাপতি আসাদুল দুলাল, সাধারন সম্পাদক প্রভাষক মনোয়ার আহাম্মেদ সিদ্দিকী, মুকুল, মহিলা দলের সভানেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, তানভীর আহাম্মেদ চৌধুরী, শাজাহান সিরাজ সিপন সহ উপজেলার ১১টি ইউনিয়নের সভাপতি/সম্পাদক এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগন সকল অংগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী সম্মেলনে অংশ গ্রহন করেন।
সম্মেলনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মনজু সভাপতি ও জাকির হোসেন ধলু সাধারন সম্পাদক করে উপজেলা বিএনপি’র নুতন কমিটি এবং আলহাজ্ব আমিরুল বাহার সভাপতি ও নমিরুল ইসলাম চৌধুরীকে সাধারন সম্পাদক করে পৌর বিএনপি’র নুতন কমিটি ঘোষনা করা হয়েছে।