নিউজ ডেস্ক:
উদ্ধার হল এক প্রাচীন যোগীর কঙ্কাল। কঙ্কালটি মিলেছে ভারতের রাজস্থানের বালাথালে। প্রত্নতত্ত্ববিদরা পরীক্ষা করে জেনেছেন যে এই কঙ্কালটি ২৭০০ বছর আগের।
কঙ্কালটি যেরকম অবস্থায় পাওয়া গিয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে যে মৃত্যুর সময় এই যোগী ধ্যান করছিলেন। যোগীর আঙ্গুল ছিল জ্ঞান মুদ্রায়। অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি আর মধ্যমা জুড়ে ধ্যান করছিলেন তিনি। পদ্মাসনে বসে ধ্যানে মগ্ন ছিলেন যোগী। মনে করা হচ্ছে, বছরের পর বছর ধরে এই যোগী ধ্যানে মগ্ন ছিলেন।