নিউজ ডেস্ক:
এবছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী। অথচ গত বছর এই পরীক্ষায় ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। অর্থাৎ গড় পাসের হার ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে।
অন্যদিকে, এবার মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গত বছর এই সংখ্যা ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। গতবারের চেয়ে এবার ৫ হাজার শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের এই সার সংক্ষেপ হস্তান্তর করেন। এ সময় বোর্ডের চেয়ারম্যানেরাও উপস্থিত ছিলেন।
এরপর বেলা ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। পরে দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।