শিরোনাম :

পাটগ্রামে ট্রাক চাপায় ভ্যান চালক নিহিত !

  • আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৮৬ বার পড়া হয়েছে

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের  পাটগ্রামে  মাজার এলাকায় ট্রাক (নম্বরচট্রগ্রাম-৭৭৯৭)চাপায় মন্টু (৩৪)নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়,এবংসুমন(২২)নামের এক ভ্যান যাত্রী আহত দু”জনে পাটগ্রাম উপজেলার বাসিন্দা | নিহিত মন্টু বাজার এলাকার খোকা মিয়ার ছেলে আহত সুমন স্থানীয় হালু মিয়ার ছেলে|

পলিশ ও স্থানীয়রা জানান ,ভ্যান চালাক মন্টু দুইজন যাত্রী নিয়ে সরেঅ বাজার থেকে পাটগ্রাম বাজারের উদ্দেশ্যে রওনা করছিলেন। এসময় পাটগ্রাম থেকে লামনিরহাট অভিমুখে আসা একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে| ঘটনাস্থলেই ভ্যান চালক মন্টুর মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলে  থানা পুলিশ ট্রাক ও ড্রাইভারকে থানা আটক করেছে।

পাটগ্রাম থানার তদন্ত (ওসি) কর্মকর্তা মাহফুজ আলম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও অপর একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন |

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে গ্রামবাসীর হাতে ধরা পড়লো নীলগাই।

পাটগ্রামে ট্রাক চাপায় ভ্যান চালক নিহিত !

আপডেট সময় : ০৬:৩৬:২০ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের  পাটগ্রামে  মাজার এলাকায় ট্রাক (নম্বরচট্রগ্রাম-৭৭৯৭)চাপায় মন্টু (৩৪)নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়,এবংসুমন(২২)নামের এক ভ্যান যাত্রী আহত দু”জনে পাটগ্রাম উপজেলার বাসিন্দা | নিহিত মন্টু বাজার এলাকার খোকা মিয়ার ছেলে আহত সুমন স্থানীয় হালু মিয়ার ছেলে|

পলিশ ও স্থানীয়রা জানান ,ভ্যান চালাক মন্টু দুইজন যাত্রী নিয়ে সরেঅ বাজার থেকে পাটগ্রাম বাজারের উদ্দেশ্যে রওনা করছিলেন। এসময় পাটগ্রাম থেকে লামনিরহাট অভিমুখে আসা একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দিলে এই দুর্ঘটনাটি ঘটে| ঘটনাস্থলেই ভ্যান চালক মন্টুর মৃত্যু হয়।
ঘাতক ট্রাকটিকে স্থানীয় জনতা আটক করলে  থানা পুলিশ ট্রাক ও ড্রাইভারকে থানা আটক করেছে।

পাটগ্রাম থানার তদন্ত (ওসি) কর্মকর্তা মাহফুজ আলম সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু ও অপর একজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন |